ICC Worldcup | হোটেল রুমের আকাশ ছোঁয়া ভাড়া! ভারত - পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা!

Saturday, July 22 2023, 11:37 am
highlightKey Highlights

আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ। হোটেলের দাম ছুঁয়েছে ৮০ হাজার। ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা।


'এক ঢিলে দুই পাখি' মারার সব থেকে ভালো উদাহরণ হয়তো এটাই। 'পাখির চোখ' আইসিসি বিশ্বকাপের (ICC Worldcup) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেট মহারণ। তবে টিকিট মিললেও পাওয়া যাচ্ছে না হোটেল রুম। ফলে হাসপাতালে বেড বুক করে ফুল বডি চেকআপ করানোর জন্য নাম নথিভুক্ত করছেন দর্শকরা।

১৫ই অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ
১৫ই অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ

আইসিসি বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তেজিত ক্রিকেট ফ্যানরা। বিশেষত ভারতের ক্রিকেট প্রেমীরা। কারণ এবছর ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে ভারতে (India)। এরমধ্যে সবথেকে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান মহারণ আয়োজিত হতে চলেছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) ১৫ ই অক্টোবর। তবে একটি ম্যাচ দেখতে বেশ কিছু ব্যবস্থা রাখতে হয়। প্রথমে টিকিট তারপর সেখানে যাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা। টিকিট না হয় পাওয়া যাবে, তবে যারা আহমেদাবাদের বাইরে থেকে আসছেন তাদের করতে হবে থাকার ব্যবস্থাও। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচের জন্য আকাশ ছোঁয়া হয়েছে হোটেলের রুমের দাম। যেখানে ৫ হাজারে পাওয়া যেত ভালো হোটেল রুম সেই দাম ছুয়েছে ৫০ হাজার। যার ফলে শেষমেষ হাসপাতালে বেড বুক করছেন দর্শকরা।

Trending Updates
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি ভারত - পাক
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি ভারত - পাক

ভোপালের সান্নিধ্য মাল্টি স্পেশালিটি হাসপাতালেই বেড বুক করেছেন বহু দর্শকরা। এই হাসপাতালের ডিরেক্টর পরশ শাহ জানিয়েছেন, যেহেতু এটা হাসপাতাল তাই পুরো বডি চেকআপের জন্য ফ্যানরা পুরো রাত হাসপাতালেই থাকতে চাইছেন। এতে তাদের হোটেলের ভাড়াও বেচে যাচ্ছে, থাকার জায়গাও হয়ে যাচ্ছে এবং ফুল বডি চেকআপও হয়ে যাচ্ছে।

আহমেদাবাদে হোটেল ভাড়া ছুঁয়েছে ৮০ হাজার প্রতি রাত
আহমেদাবাদে হোটেল ভাড়া ছুঁয়েছে ৮০ হাজার প্রতি রাত

অন্যদিকে, এই হাসপাতালের মেডিকেল ডিরেক্ট ডক্টর নিখিল জানিয়েছেন, অনেকেই হাসপাতালে খোঁজ নিচ্ছেন ২৪ থেকে ৪৮ ঘন্টা হাসপাতালের বেডবুক করলে কত টাকা লাগবে বিশেষত ১৫ই অক্টোবরের দিনটাতেই।

ভারত - পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা
ভারত - পাকিস্তান ম্যাচ দেখতে হাসপাতালের বেড বুক করছেন দর্শকরা

সুখের খবর, ভারত পাকিস্তানের ম্যাচের জন্য ১৩ থেকে ১৬ ই অক্টোবর বুকিং নেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই শহরের সব হোটেলের সব রুম প্রায় বুকড। এছাড়াও এই হোটেলগুলিতে ভিআইপিরাও থাকবেন, যার জন্য বাড়তি নিরাপত্তা থাকবে। ফলে অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটার দূরে আশ্রম রোডের (Asram Road) দিকে তিন থেকে পাঁচ তারা হোটেলের রুমের দাম করা হয়েছে একদিনে ৮০ হাজার টাকা। অন্যদিকে, স্টেডিয়াম থেকে ১০ কিলোমিটার দূরের হোটেল গুলোর দামও ৫২ হাজার প্রতি রাতে।

অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার
অক্টোবর মাস জুড়ে আহমেদাবাদের হোটেল ভাড়া ৪০ হাজার থেকে ৮০ হাজার

স্বাভাবিকভাবেই সকলের পক্ষে এত হাজার টাকা দিয়ে হোটেলে থাকা সম্ভব নয়। তারওপর যেখানে খুব কম টাকায় হাসপাতালে বেড পাওয়া যায় এবং তার সঙ্গে ফুল বডি চেকআপও সেখানে এই রাস্তাই বেছে নিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও জানানো হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ক্রিকেটপ্রেমীদের হাসপাতালে বেড বুক করার ঢল দেখে তাদের জন্য নানান হেলথ প্যাকেজের কথা ভাবছেন তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File