ICC World Cup 2023 | প্রকাশ হল ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর সূচি! দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল হবে ইডেনে!

Tuesday, June 27 2023, 7:38 am
highlightKey Highlights

৫ই অক্টোবর থেকে শুরু ওডিআই বিশ্বকাপ ২০২৩। সেমিফাইনাল হবে ইডেন গার্ডেন্সে। ফাইনাল হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ।মহাকাশে পাঠানো হলো বিশ্বকাপের ট্রফি।


প্রকাশ হলো আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩ (ICC ODI World Cup 2023) এর সূচি। আগামী ৫ ই অক্টোবর থেকে গড়াতে চলেছে বিশ্বকাপের বল। তবে সূচি প্রকাশ হওয়ার আগেই সূত্র মারফত  গতকাল এসেছিলো বড় খবর।  বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্স -এ (Eden Gardens,Kolkata)। অপর সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai )।

 আগামী ৫ ই অক্টোবর থেকে  শুরু ওডিআই বিশ্বকাপ ২০২৩
 আগামী ৫ ই অক্টোবর থেকে  শুরু ওডিআই বিশ্বকাপ ২০২৩

চলতি বছর ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। সাধারণত টুর্নামেন্টের বছরখানেক আগে সূচি ঘোষণা হয়ে যায়। তবে এবার নানা কারণে সুচি ঘোষণার দেরি হয়েছে। তবে আজ অর্থাৎ ২৭সে জুন মঙ্গলবার সকালে মুম্বইয়ের (Mumbai) এক পাঁচ তারা হোটেলে বৈঠক করে ঘোষণা করা হয় ওডিআই বিশ্বকাপের সূচি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৫ ই অক্টোবর থেকে শুরু হবে খেলা। প্রথম ম্যাচেই মুখোমুখি হবেন গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England) ও রানার্স নিউজিল্যান্ড (New Zealand)। ভারতের অভিযান শুরু হবে ৮ই অক্টোবর থেকে। জানা গিয়েছে, রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম প্রতিপক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়া (Australia)। চেন্নাইতে হবে এই ম্যাচ। ভারত এবারের বিশ্বকাপের ৯টি ম্যাচ ৯টি ভেনুতে খেলবে।

ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ
ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে ক্রিকেটের মহাযজ্ঞ ওডিআই ক্রিকেট বিশ্বকাপ

উল্লেখ্য, গতকাল অর্থাৎ ২৬সে জুন সোমবার জানানো হয় সুচির প্রাথমিক ড্রাফট অনুযায়ী, বেঙ্গালুরু (Bangalore) এবং চেন্নাইয়ে (Chennai) এই বিশ্বকাপে দুটি সেমিফাইনাল ম্যাচ আয়োজিত হওয়ার কথা। মুম্বাইয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India) একটি উচ্চ পদস্থ আধিকারিকদের আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জোড়া সেমিফাইনাল হবে মুম্বাই এবং কলকাতায় (Kolkata)। মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ সে নভেম্বর।

মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ সে নভেম্বর
মেগা টুর্নামেন্টের ফাইনাল হবে ১৯ সে নভেম্বর

বিশ্বকাপ উপলক্ষে ইডেন গার্ডেনস এর সংস্কারের কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল। কোনও বড় ম্যাচ আয়োজন করার দাবি আগেই বিসিসিআইকে (BCCI) জানিয়ে রেখেছিল সিএবি (CAB)। আগেই জানা গিয়েছিল, বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) মহারণ আয়োজনের দায়িত্ব পাচ্ছে না ইডেন। ফলে বেশ মন খারাপ ছিল বাংলার ক্রিকেট প্রেমীদের। তবে সোমবার জানানো হয়, ১৯৯৬ সালের পর আরও একবার ইডেনে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ। পাশাপাশি, ইডেনে সেমিফাইনালের খবর সত্য বলে জানানো হয়, ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) ম্যাচ ও সেমিফাইনাল ছাড়া আরও ৫টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ইডেন গার্ডেন্স। 

১৯৯৬ সালের পর ইডেনে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ
১৯৯৬ সালের পর ইডেনে আয়োজিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ

ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ ইডেনে যে ম্যাচগুলি হবে-

  • বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ১ (২৮ অক্টোবর ),
  • পাকিস্তান বনাম বাংলাদেশ (৩১ অক্টোবর),
  • ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (৫ নভেম্বর)
  • ,ইংল্যান্ড বনাম পাকিস্তান (১২ নভেম্বর) ও
  • সেমিফাইনাল ২ (১৬ নভেম্বর)।
ভারতের প্রথম ম্যাচ হবে অস্ট্রেলিয়ার সঙ্গে
ভারতের প্রথম ম্যাচ হবে অস্ট্রেলিয়ার সঙ্গে

সূত্র মারফত আগেই জানা গিয়েছিলো, বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হয়েছে ১২টি ভেনু। এই ভেনু গুলি হল- চেন্নাই (Chennai), বেঙ্গালুরু (Bangalore), হায়দরাবাদ (Hyderabad), তিরুবন্তপুরম (Thiruvananthapuram), মুম্বাই (Mumbai), আহমেদাবাদ (Ahmedabad), পুনে (Pune), লখনউ (Lucknow), দিল্লি (Delhi), গুয়াহাটি (Guwahati), কলকাতা  (Kolkata) এবং ধরমশালা (Dharamshala)। যদিও এদিন বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jai Shah) জানান, ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে (Narendra Modi Cricket Stadium, Ahmedabad)।

হাকাশে পাঠানো হয়েছিল বিশ্বকাপ ট্রফিটি
হাকাশে পাঠানো হয়েছিল বিশ্বকাপ ট্রফিটি

ওডিআই বিশ্বকাপ নিয়ে এখন থেকেই বেশ উত্তেজিত ক্রিকেট মহল। আইসিসির তরফ থেকে জানানো হয় মহাকাশে পাঠানো হয়েছে বিশ্বকাপ ট্রফিটি। ভূপৃষ্ঠ থেকে ১২০০০০ ফুট উঁচু থেকে এই ট্রফি নামানো হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বেস্পোক স্ট্র্যাটোস্ফেরিক বেলুনের (Bespoke Stratospheric Balloon) সঙ্গে ট্রফি এট্যাচ করা হয়েছিল ৪কে ক্যামেরাও (4K Camera)। আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই শুরু হবে এই ট্রফির ট্যুর। যা ১৮ টি দেশ ঘুরে অবশেষে ফিরবে ভারতে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File