WBJEE Result | পরীক্ষার ১১৭ দিন পর প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল! প্রথম হলেন ডনবস্কো স্কুলের অনিরুদ্ধ!

Friday, August 22 2025, 8:56 am
WBJEE Result | পরীক্ষার ১১৭ দিন পর প্রকাশ হলো জয়েন্ট এন্ট্রান্সের ফল! প্রথম হলেন ডনবস্কো স্কুলের অনিরুদ্ধ!
highlightKey Highlights

সুপ্রিম কোর্টের নির্দেশে ওবিসি সংক্রান্ত জট কাটতেই প্রকাশ হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।


সুপ্রিম কোর্টের নির্দেশে ওবিসি সংক্রান্ত জট কাটতেই প্রকাশ হলো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধা তালিকাও প্রকাশিত হয়েছে এদিন। ২০২৫ সালের জয়েন্ট পরীক্ষায় রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন অনিরুদ্ধ চক্রবর্তী। তিনি পার্ক সার্কাস ডনবস্কো স্কুলের পড়ুয়া। দ্বিতীয় হয়েছেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় হয়েছেন কলকাতার রুবি পার্কে অবস্থিত দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। ওই স্কুলেরই ছাত্র অরিত্র রায় চতুর্থ হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File