Anant Ambani Wedding | বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে হাজির বরপক্ষ-আম্বানি পরিবার! ভাইরাল হলো বিয়ের মণ্ডপের ভিডিও!

Friday, July 12 2024, 12:10 pm
highlightKey Highlights

বিগত কয়েক মাস ধরে ভারত এমনকি গোটা বিশ্বের নজরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে (Anant Ambani Wedding)। অবশেষে আজ, শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই ধীরুভাই আম্বানিকে স্মরণ করে বরযাত্রীরা আন্তেলিয়া থেকে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের পৌঁছেছে' আম্বানি পরিবার। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে নিয়ে দেখা গেল নীতা আম্বানিকে। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ-নীতা। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার।


বিগত কয়েক মাস ধরে  ভারত এমনকি গোটা বিশ্বের নজরে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে (Anant Ambani Wedding)। অবশেষে আজ, শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই ধীরুভাই আম্বানিকে স্মরণ করে বরযাত্রীরা আন্তেলিয়া থেকে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের পৌঁছেছে' আম্বানি পরিবার। ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে নিয়ে দেখা গেল নীতা আম্বানিকে। গোটা পরিবারকে নিয়ে অতিথি আপ্যায়ণে ব্যস্ত মুকেশ-নীতা। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে গোলাপি পোশাকে সেজেছে আম্বানি পরিবার। আকাশ আম্বানি, বউমা শ্লোকা আম্বানি এবং মেয়ে-জামাই ইশা-আনন্দকে নিয়ে বিয়ের ভেন্যু জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে পৌঁছেই পাপারাজ্জিজের ক্যামেরার জন্য পোজ দিলেন মুকেশ আম্বানি। 

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে (Anant Ambani Wedding) এর জন্য মায়াবী সাজে সেজে উঠেছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। এর মধ্যেই চোখধাঁধানো বিয়ের মণ্ডপের ভিডিও ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বড় প্রাসাদ। তার ছাদে জুড়ে উজ্জ্বল নক্ষত্রের আভাস। যেন ঝিকমিক করে জ্বলছে অসংখ্য তারা। সেখান থেকে ঝুলছে ফুল। প্রাসাদের একদিকে সাজানো হয়েছে মন্দিরের চূড়োর মতো। সেখানেই বসবে মূল বিবাহের আসর। যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। এছাড়াও, প্রাসাদের দেওয়াল অফ হোয়াইট, ব্লাশ পিঙ্ক আর পেস্তা সবুজে মোড়া। বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকা অতিথিদের জন্য শয়ে শয়ে বসার আসন। প্রাসাদের মাঝে বড় বড় স্তম্ভ।

Trending Updates

গত সপ্তাহে মুম্বইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় মামেরু অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। আজ শুক্রবার, ১২ জুলাই তাঁদের চার হাত এক হবে। তবে তিন দিন ধরে চলবে এই বিবাহ অনুষ্ঠান। ১২ জুলাই অর্থাৎ আজ ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত-রাধিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। আগামীকাল ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। পরশু ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন। সব অনুষ্ঠানই হবে বিকেসি-র জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিশেষ দিনের সাক্ষী থাকতে মুম্বইয়ে হাজির হয়েছেন দেশ বিদেশের তারকারা। কার্দাশিয়ান সিস্টার্স গতকালই মুম্বই এসে পৌঁছেছেন। তাঁরা এদিন সকালে অটো করে শহর ঘুরতে বেড়িয়েছেন। এছাড়াও জন সিনা  থেকে শুরু করে বলিউড-হলিউড-দক্ষিণের তারকা উপস্থিত মুম্বইয়ে। এছাড়াও আমন্ত্রিত দেশের প্রথম সারির রাজনীতিবিদ থেকে শুরু করে দেশ বিদেশের তাবড় তাবড় ব্যবসায়ীরাও। রাজনীতি থেকে গ্ল্যামার ইন্ডাস্ট্রি, বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের উপস্থিতিতেই অনন্ত-রাধিকার চার হাত এক হবে। এদিকে ভারতে অথিতি তালিকার শীর্ষে রয়েছেন সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীরা এবং সব রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শিল্পপতি, উদ্যোগপতিরা। 

বলে রাখা ভালো, অনন্ত ও রাধিকা ছোটবেলার বন্ধু। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তাঁদের একটি ছবি ভাইরাল হয় অনলাইনে। সেখানে দেখা যায়, দু’জন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই ছবিই তাঁদের সম্পর্কের কথা জানান গোটা বিশ্বকে। এরপর চলতি বছরের শুরুতে জামনগরে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File