পানামা পেপার্স কেলেঙ্কারিতে ইডির মুখোমুখি ঐশ্বর্য রাই বচ্চন

Wednesday, December 22 2021, 7:55 am
highlightKey Highlights

পানামা পেপার্স কেলেঙ্কারিতে দিল্লিতে ইডির দফতরে তলব করা হল প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে। করা হল ৬ ঘন্টার ম্যারাথন জেরা।


পানামা নথি কাণ্ডে গতকাল (২0শে ডিসেম্বর, ২০২১) দিল্লিতে ইডি তথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিয়েছেন বলিউড অভিনেত্রী তথা অমিতাভ বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। সোমবার দিল্লির লোকনায়ক ভবনে ইডির দফতরে গেছিলেন ঐশ্বর্য। তাঁর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA ) লঙ্ঘন করে বিদেশে সম্পদ লুকিয়ে রাখার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

স্বপরিবারে ঐশ্বর্য রাই বচ্চন
স্বপরিবারে ঐশ্বর্য রাই বচ্চন

পানামা পেপার্স কাণ্ডে নাম থাকায় আদালতের নির্দেশে এর আগে পাকিস্তানে প্রধানমন্ত্রীত্বের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন নওয়াজ শরিফ। অমিতাভ বচ্চনসহ বেশ কিছু ভারতীয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করার কথা জানিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।

ভারত সরকারের তরফে জানান হয়েছে, প্রথম পর্যায়ের পানামা পেপারের তথ্যের ভিত্তিতে বিভিন্ন তদন্ত সংস্থা ৭৪টি মামলা করে তদন্ত শুরু করে। এর মধ্যে ৬২টির ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইডির কার্যালয়ে ঐশ্বর্য
ইডির কার্যালয়ে ঐশ্বর্য

টানা ৬ ঘন্টা ম্যারাথন জেরা করা হয়েছে ১৯৯৪ সালের মিস ইউনিভার্স ঐশ্বর্যকে। কি কি প্রশ্নের সম্মুখীন হতে হল তাঁকে?

  1. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের 'এইম পার্টনারস লিমিটেড' (AIM Partners Ltd) নামক একটি সংস্থার সাথে কি সম্পর্ক রয়েছে?
  2. ২০০৫ সালের জুন মাসে আচমকা পরিচালক পদ থেকে কেন তিনি শেয়ারহোল্ডার হলেন ?
  3. আর্থিক লেনদেনের জন্য আরবিআই থেকে কি কোনও রকম অনুমতি নেওয়া হয়েছিল?
  4. ২০১৬ সালে 'মোসাক ফনসেকা' (Mossack Fonseca) নামের সংস্থাটি থেকে 'পানামা পেপার্স' ফাঁস হয়েছিল। এই কোম্পানির সঙ্গে তাঁর কী কিছু সম্পর্ক আছে?




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File