Transferred IAS Nandini Chakravorty: অনিচ্ছা সত্বেও রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে সরাল নবান্ন !
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠকের পর আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে বদলির নির্দেশে শিলমোহর নবান্নর।
পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস তাঁর রাজভবন দলকে পুনর্গঠন করতে আগ্রহী। তাই তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। প্রসঙ্গত নন্দিনী চক্রবর্তী, ১৯৯৪-ব্যাচের একজন আইএএস অফিসার এবং তিনি সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে কাজও করেছেন।
দীর্ঘ জল্পনার পর অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে পর্যটন দফতেরর প্রধান সচিব পদে বদলি করল নবান্ন। কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা স্বাক্ষরিত সরকারি নির্দেশে আইএএস অফিসারকে পর্যটন দফতরে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।
রাজ্যাপালের সুপারিশ পালন করা রাজ্যের কাজ, কারণ তাঁর কথাতেই সরকার কাজ করে। এই আইএএস অফিসারের বিরুদ্ধে রাজভবনের গোপন তথ্য বাইরে প্রকাশ করার অভিযোগ ছিল। সেই কারণে রাজ্যপাল অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছেন।
গত ২৬শে জানুয়ারি, ২০২৩ (বৃহস্পতিবার) সরস্বতী পুজোর দিন রাজভবনে রাজ্যপালের "হাতে খড়ি" অনুষ্ঠান থেকেই অন্যতম সিনিয়র আইএএস অফিসার নন্দিনীকে নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবী যে সেদিনকার গোটা অনুষ্ঠানটি আসলে নন্দিনীর মস্তিস্কপ্রসূত।
এটা প্রশাসনিক সিদ্ধান্ত, এই নিয়ে আমার কিছু বলার নেই। তবে রাজ্যপালের উপর রাজনৈতিক চাপ প্রভাব করা হচ্ছে বলেই উনি নন্দিনীকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন। রাজ্যপাল বাংলার মানুষের জন্য কাজ করছিলেন বলে তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে। কারণ বিজেপি সব রাজ্যেই রাজ্যপালকে তাদের মুখপত্র হিসেবে পরিণত করতে চায়।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- রাজ্যপাল
- আইএএস অফিসার