সেলিব্রিটি

মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ফোনে ব্যস্ত ছিলেন পল্লবী, কার সঙ্গে কী কথা হয়েছিল অভিনেত্রীর?

মৃত্যুর কয়েক ঘন্টা আগেই ফোনে ব্যস্ত ছিলেন পল্লবী, কার সঙ্গে কী কথা হয়েছিল অভিনেত্রীর?
Key Highlights

আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যু ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য। উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

রবিবার সকাল ৯.৩০ নাগাদ ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় অভিনেত্রী পল্লবী দে-র। মৃত্যুর ঠিক কিছু সময় আগেই ফোনে কথা বলেছিলেন অভিনেত্রী। তাঁর লিভ-ইন পার্টনার সাগ্নিকের দাবি মাত্র ১০ মিনিটের মধ্যেই আত্মহত্যা করেন পল্লবী। কী এমন ঘটেছিল যে এত অল্প সময়ের মধ্যেই এমন চরম পদক্ষেপ নিলেন পল্লবী?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্যের ছায়া মিললো অভিনেত্রী পল্লবী দে-র মৃত্যুতে, কী কী সূত্র উঠে এসেছে জানুন

প্রয়াত অভিনেত্রী পল্লবী দে-র পরিবার থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলেই দাবি করছেন আত্মহত্যা করার মেয়ে নয় পল্লবী। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিজের পরিচারিকাকে ফোন করেছিলেন পল্লবী। তাঁকে ঐদিন কাজে আসতেও বলেন অভিনেত্রী। সময়মতো না আসা নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটিও হয় পল্লবীর। সেই পরিচারিকার কথা অনুযায়ী মাঝে মাঝেই টাকা পয়সা নিয়ে তাঁর ও সাগ্নিকের অশান্তি লেগেই থাকত। বাড়ির কেয়ারটেকারেরও দাবি যে মাঝে মাঝেই তাঁদের মধ্যে তুমুল ঝগড়া হত, মারামারিও হত। তবে রবিবার ঝগড়ার কোনও আওয়াজ পাওয়া যায়নি। তাহলে কী এমন হল যে পরিচারিকার আসার খবর অবধি নিয়েও আত্মহত্যা করতে গেলেন অভিনেত্রী? 

পরিবারের অভিযোগ, পল্লবীর থেকে বারংবার আর্থিক সাহায্য নিতেন সাগ্নিক। নিউটাউনে নতুন ফ্ল্যাট থেকে ইএমআইয়ে গাড়ি কেনা, সব কিছুতেই বেশি টাকা দিয়েছেন পল্লবী। নিউটাউনে পল্লবীর থেকে টাকা নিয়ে ৮০ লক্ষ টাকার ফ্ল্যাট কিনেছে সাগ্নিক। কিন্তু সেই ফ্ল্যাটের মালিকানা সাগ্নিক ও তাঁর বাবার। এমনকী দুজনের নামে ১৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে, যার নমিনি সাগ্নিক বলে দাবি করেছেন পল্লবীর আত্মীয়া। 


Weather Update | কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা মহানগরে
Pakistan | ফের হামলার মুখে জাফর এক্সপ্রেস! বিস্ফোরণে ছিটকে গেলো একাধিক কামরা!
Pahalgam Terror Attack | মোবাইলের চার্জারের সূত্র ধরে পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিকে ধরলো তদন্তকারীরা
North Bengal | উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা শিলিগুড়িতে, কোন পথে আসছে ট্রেন?
Devi Skandhamata | পঞ্চমী-তে দেব সেনাপতি কার্তিককে কোলে নিয়ে পূজা নেন মা স্কন্দমাতা, অভয়মুদ্রায় সন্তানধারণের বর দেন দেবী
Breaking News | মহিলা কর্মীদের জন্য চালু সবেতন ‘মেনস্ট্রুয়েশন লিভ’, প্রস্তাব পাশ কর্নাটক মন্ত্রিসভায়
Ishwar Chandra Vidyasagar Biography | বাংলার সমাজ-শিক্ষার বিকাশের প্রাণপুরুষ বিদ্যাসাগর! ২০৩তম জন্মবার্ষিকীতে পড়ুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী!