সেলিব্রিটি

গুরুতর অসুস্থ ‘চারুলতা’, শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ ‘চারুলতা’,  শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
Key Highlights

শুক্রবার সকালে আচমকাই শরীর খারাপ হওয়ায় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, কেবল রক্তাল্পতাই নয় তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এছাড়াও বর্তমানে আরও কিছু শারীরিক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে।

আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, শুরু হয়েছে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা

শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় মাধবী মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। অভিনেত্রীর অসুস্থতা প্রসঙ্গে  তাঁর কন্যা মিমি ভট্টাচার্য জানান, “কোভিডের জন্য এত দিন মাকে হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করানো যায়নি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন, তা জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই রিপোর্টে কী আসে তা দেখেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।


IPL 2024 | আইপিএল লিগ পর্বের প্রায় শেষে প্লে-অফের লড়াইয়ে টিকে ৬টি দল! স্থান পাকা করতে কোন দলকে কোন সমীকরণে খেলতে হবে?
Rabindra Jayanti | বংশের আসল পদবী ছিল না ‘ঠাকুর’! চিনে তিনি রবীন্দ্রনাথ নয় পরিচিত 'চু- চেন-তাং' নামে! জানুন কবিগুরুর সম্পর্কে অজানা তথ্য!
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
World Laughter Day | দীর্ঘায়ু পেতে হাসুন মন খুলে! জানুন হাসির স্বাস্থ্য উপকারিতা এবং হাসির বৈজ্ঞানিক কারণ কী?
Covishield Vaccine | কোভিশিল্ড ভ্যাকসিনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আদালতে স্বীকার করলো সংস্থা! হতে পারে বিরল রোগ টিটিএস! কতটা ভয়ানক এই রোগ?
অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী, Biography of Indian revolutionary nationalist Pritilata Waddedar in Bangla
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar