সেলিব্রিটি

গুরুতর অসুস্থ ‘চারুলতা’, শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

গুরুতর অসুস্থ ‘চারুলতা’,  শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
Key Highlights

শুক্রবার সকালে আচমকাই শরীর খারাপ হওয়ায় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, কেবল রক্তাল্পতাই নয় তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়েও সমস্যা রয়েছে। এছাড়াও বর্তমানে আরও কিছু শারীরিক জটিলতা লক্ষ্য করা যাচ্ছে।

আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, শুরু হয়েছে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা

শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় মাধবী মুখোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। অভিনেত্রীর অসুস্থতা প্রসঙ্গে  তাঁর কন্যা মিমি ভট্টাচার্য জানান, “কোভিডের জন্য এত দিন মাকে হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করানো যায়নি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।”

অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উল্লেখ্য, অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন, তা জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই রিপোর্টে কী আসে তা দেখেই পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।


Gold Rate | পয়লা বৈশাখের আগেই শিখর ছুঁই ছুঁই সোনার দাম! বেড়েছে রুপোলি ধাতুর দরও
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
ATM Withdrawal Fee | বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ! কবে থেকে কত টাকা অতিরিক্ত দিতে হবে?
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
বিশ্বভারতীর অফলাইন ক্লাস শুরু হচ্ছে, তবে এখনই সমস্ত পড়ুয়ারা ক্লাস করতে পারবে না