"টনিক" নিয়ে আসছেন টলিউড সুপারস্টার দেব!

Thursday, November 18 2021, 10:31 am
highlightKey Highlights

নিজের সোশ্যাল মিডিয়ায় নায়ক জানালেন,জন্মদিনে ‘টনিক’ আসছে। কী কী চমক আছে, আসুন দেখে নিই।


প্রতিবছরের মত এবছরেও নিজের জন্মদিনে অনুরাগীদের একটি ছবি উপহার দিতে চলেছেন টলিউড সুপারস্টার দেব। ডেবিউ পরিচালক অভিজিৎ সেনের ছবি হল টনিক। টিজারের পর এবার ফের 'টনিক' ছবিতে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে দেবকে। 

'টিজার'-এ পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেবের একটি দৃশ্যের মুহূর্ত প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের রসায়ন নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। বৃদ্ধের একাকিত্ব ঢেকে দিয়ে তাঁকে সবরকম আনন্দ দিতেই টনিকের কাজ করবেন দেব।

অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় সাথে টলিউড সুপারস্টার দেব 
অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় সাথে টলিউড সুপারস্টার দেব 
Trending Updates

সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় নায়ক দেব জানিয়েছেন,শেষমেশ ‘টনিক’ আসছে। ছবির মূল বিষয়বস্তু হলো ; বৃদ্ধ বাবা মা ও তাঁর সন্তানের মধ্যে তিক্ততা এলে তা সহজেই কীভাবে কাটিয়ে ওঠা যায় । বিবাহবার্ষিকী পালন করতে গিয়েই ঘটে এক বিপত্তি। বাবা-মায়ের প্রতি সন্তানের আচরণেই তৈরি হয় দূরত্ব। সম্পর্কের এই দূরত্ব মেটাতে টনিক হয়ে তাঁদের জীবনে আসেন দেব। জীবনকে উপভোগ করতে শেখান তিনি। 

'টনিক'-এর পোস্টার লঞ্চ 
'টনিক'-এর পোস্টার লঞ্চ 

ছবিতে থাকছে আরও চমক, তবে তার জন্য অপেক্ষা করতে হবে আর কিছুদিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File