Abortion Special-case: ২৬ সপ্তাহের গর্ভাবস্থায় গর্ভপাতের অনুমতি দিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট!

Thursday, December 1 2022, 12:58 pm
highlightKey Highlights

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুরা জীবনের জন্য খারাপ স্মৃতি হয়ে থাকে। ভবিষ্যতের কথা মাথায় রেখে ২৬ সপ্তাহের গর্ভবতী নাবালিকার গর্ভপাতের অনুমতি দিল আদালত।


ধর্ষণের ফলে জন্মানো শিশু কখনোই ভালো স্মৃতি হতে পারে না বা সুখকর মাতৃত্ব-এর অধিকারী হতে পারেনা। ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটি আজীবন একটি খারাপ ঘটনার স্মৃতি বহন করবে, যা তার মা-কে মানসিক কষ্ট দেবে। এই যুক্তিতেই পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট আজ, ১লা ডিসেম্বর একটি কেসের রায় দেওয়ার সময় ২৬ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা নাবালিকাকে গর্ভভাতের অনুমতি দিল। এইসঙ্গে সরকারি হাসপাতালের মেডিকেল চিকিৎসকদের নাবালিকার অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার বিষয়ে যাবতীয় নির্দেশ দিয়েছে আদালত।

বর্তমানে নাবালিকা ২৬ সপ্তাহের অন্তঃস্বত্ত্বা, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে হওয়া সত্বেও ধর্ষিতা নাবালিকার হয়ে তার বাবা পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে মামলা করেছিলেন। ওই আবেদনে জানানো হয়, ধর্ষণের ফলে গর্ভবতী হয়েছে নাবালিকা। সন্তান জন্মালেও তাকে লালনপালন করার ক্ষমতা নেই নাবালিকার। এই অবস্থায় ২৬ সপ্তাহ অতিক্রান্ত হলেও তাকে গর্ভপাতের অনুমতি দেওয়া হোক। শুনানিতে নাবালিকার পক্ষের যুক্তির সঙ্গে একমত হন বিচারপতি এস ভরদ্বাজের বেঞ্চ।

উল্লেখ্য, কিছুদিন আগে একটি রায়ে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট  জানায়, একজন নারী বিয়ে করেছেন কী করেননি, তার উপর ভিত্তি করে তাঁকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যায় না। দেশের সকল মহিলা নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকারী, এই বিষয়ে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File