Medicine Price | কমলো ওষুধের দাম! অ্যাসিক্লোফেনাক, প্যারাসিটামলের মতো ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস কমালো কেন্দ্র!

Monday, August 4 2025, 2:14 pm
highlightKey Highlights

৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস বা খুচরো দাম কমালো কেন্দ্র।


মধ্যবিত্তের পকেটে কমলো চাপ। ৩৫টি অত্যাবশ্যকীয় ওষুধের রিটেল প্রাইস বা খুচরো দাম কমালো কেন্দ্র। দেশে ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্বে থাকা NPPA জানিয়েছে, এই তালিকায় রয়েছে ফার্মা কোম্পানির অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ডায়াবেটিক, কার্ডিওভাসকুলার, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও সাইকিয়াট্রিক মেডিসিন। দাম কমেছে প্যারাসিটামল এবং ট্রিপসিন কাইমোট্রিপসিন, অ্যামোক্সিসিলিন এবং পটাসিয়াম ক্লাভুলানেট, অ্যাটোরভাস্ট্যাটিন সংমিশ্রণ এবং অ্যান্টি ডায়াবেটিক সংমিশ্রণ যেমন এম্পাগ্লিফ্লোজিন এবং মেটফর্মিনের মতো ৩৫টি ওষুধের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File