সেলিব্রিটি

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী
Key Highlights

শ্যুটিং চলাকালীন আক্রান্ত হন হৃদ্‌রোগে, গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন অভিষেক। বুধবার রিয়েলিটি শো-তে তিনি অংশও নিয়েছিলেন।

অভিনয়ই ছিল যাঁর প্রাণ ছিল; লাইট, ক্যামেরা, অ্যাকশন নিয়ে বাঁচতেন যিনি, তিনি হলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। শ্যুটিং করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। গত দু-তিন দিন ধরে পেটের সমস্যা ভুগছিলেন তিনি।

মঙ্গলবার খাদ্যের বিষক্রিয়ায় প্রথমে অসুস্থ হয়ে পড়েন অভিষেক। ওই অবস্থাতেই কিছুক্ষণ শ্যুটিংয়ের পর তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবারও তিনি স্টার জলসার 'ইসমার্ট জোড়ি' রিয়্যালিটি শো-তে শ্যুট করতে আসেন। সেখানেই আচমকা প্রেসার নেমে আসে ৮০-তে। সঙ্গে সঙ্গে কালো কফি দেওয়া হয় তাঁকে। আন্দাজ দুপুর আড়াইটে নাগাদ বাড়িও পাঠিয়ে দেওয়া হয়। সেই শেষ দেখা আমাদের।

ভরত কৌর, অভিনেতা 

অভিষেকের আকস্মিক প্রয়ানে শোকস্তব্ধ শতাব্দী, ঋতুপর্ণা, প্রসেনজিৎ থেকে শুরু করে গোটা টলিউড। গত দেড়-দু'বছর ধরে তিনি বাংলা ধারাবাহিকেও কাজ করেছেন, যেমন - খড়কুটো, মোহর। তাঁর আত্মার শান্তি কামনা করি।