‘২৫ বছরের অভিনয়ের মূল্যায়ন কি TRP দিয়ে হবে!', নতুন ধারাবাহিক প্রসঙ্গে বললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

Sunday, March 20 2022, 4:13 pm
highlightKey Highlights

জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে আছেন অপরাজিতা আঢ্য। এবার এই ধারাবাহিকের রেটিং নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী


সম্প্রতি জনপ্রিয় চ্যানেল জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনিই এই ধারাবাহিকের অন্যতম প্রধান ইউএসপি। এই ধারাবাহিকের মাধ্যমেই দীর্ঘ চার বছর পর আবার ছোট পর্দায় কামব্যাক করেছেন অভিনেত্রী।

নতুন ভূমিকায় অপরাজিতা আঢ্য, ধারাবাহিকের রেটিং নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী

বর্তমানে ধারাবাহিকের ক্ষেত্রে সর্বশেষ কথা বলে টিআরপি। সব কিছুর মূলে রয়েছে এই রেটিং চার্ট। ধারাবাহিকের সাফল্যতা নির্ভর করে সাপ্তাহিক টিআরপি রেটিংয়ের উপর। টিআরপি রেটিং তলানিতে ঠেকায় ইতিমধ্যে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। তবে এই টিআরপি স্কোর কী ভালো ধারাবাহিক কিংবা একজন দক্ষ অভিনেত্রীর অভিনয়ের মাপকাঠি হতে পারে? সম্প্রতি এ বিষয় মুখ খুললেন অপরাজিতা আঢ্য।

অভিনেত্রীর মন্তব্য, ‘আমি ২৫ বছর ধরে অভিনয় করছি বা দেবশংকর হালদার ৩৫ বছর অভিনয় করছেন। আমাদের মূল্যায়ন নিশ্চই টিআরপি দিয়ে হবে না।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File