হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আমিরের মা, এখন কেমন আছেন জিনাত খান?
আলোর উৎসবের মাঝেই আমিরের পরিবারে নেমে এসেছিল অন্ধকারের কালো ছায়া। হৃদরোগে আক্রান্ত নন আমিরের বর্ষীয়ান মা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি তিনি।
কাজে ব্যস্ত না থাকলে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন আমির খান। তবে দিওয়ালিতে সপরিবারে সেলিব্রেশনের মুডে আমির খানকে দেখা যায়নি। অনেকেই ভাবছিলেন আচমকা হলটা কী আমিরের? লাল সিং চড্ডার ব্যর্থতার জেরে নিজেকে গুটিয়ে নিয়েছেন আমির?
আমির খানের মা জিনাত খান হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তবে উৎসবের মরসুমে এই খবর বাইরে আসুক তেমনটা চাননি আমির। তবে এখন আগের চেয়ে সুস্থ আছেন আমিরের মা, হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আমির খান এবং তাঁর পুরো পরিবার দিওয়ালিতে পঞ্চগনীর ফার্ম হাউজে ছিল। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন আমিরের মা। তারপরই তড়ঘড়ি মা-কে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা। তারপর থেকে সারাক্ষণ মা-কে আগলে রাখছেন আমির। শুরুতে পরিবারের সকলকেও মায়ের অসুস্থতার খবর জানাননি আমির। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন আমিরের মা, শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে জিনাত খানের।
- Related topics -
- সেলিব্রিটি
- বলিউড
- আমির খান
- হৃদরোগ