Aadhaar Card Biometric Lock and Unlock | আধার কার্ডের বায়োমেট্রিক হাতিয়ে ব্যাঙ্ক থেকে চুরি লক্ষাধিক টাকা! আধার কার্ডের বায়োমেট্রিক লক করার পরামর্শ সাইবার বিশেষজ্ঞদের!
বাগুআটির এক বাসিন্দার আধার কার্ডের বায়োমেট্রিক নকল করে ২৯ হাজার টাকা লুটে নেওয়ার অভিযোগে গ্রেফতার দুই যুবক। অভিযোগ আরও ব্যক্তিদের থেকে লক্ষাধিক টাকা লুটেছে তারা। নয়া আধার প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে আধার কার্ডের বায়োমেট্রিক পড়ান সুরক্ষা কবচ। জানুন কীভাবে করবেন আধার কার্ড বায়োমেট্রিক লক ও আনলক।
ভারতীয়দের সবথেকে গুরুত্বপূর্ণ নথীগুলির মধ্যে অন্যতম হলো আধার কার্ড (Aadhaar Card)। বাধ্যতামূলক এই কার্ডের সঙ্গে বর্তমানে জুড়ে গিয়েছে ব্যাঙ্ক। সে সঙ্গে আধার কার্ডে রয়েছে চোখের রেটিনা স্ক্যান, আঙুলের ছাপের মতো অতি ব্যক্তিগত তথ্য। আর এই তথ্যের সাহায্যেই খাশ কলকাতায় প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা! আধার কার্ড নিয়ে জালিয়াতি বা প্রতারণার ঘটনা বেশ সময় ধরেই ঘটছে। আধার নম্বর নিয়ে ব্যাঙ্কের তথ্য ফাঁস করার মতোও ঘটনা দেখা গিয়েছে। তবে সম্প্রতি আধার কার্ডের বায়োমেট্রিক দ্বারা প্রতারণার জালে নাজেহাল পুলিশ। খাস কলকাতার বাগুইআটিতেই সম্প্রতি এমন ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা ঘটেছে। যার তদন্তে নেমে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতারও করেছে লালবাজার কলকাতা (Lalbazar Kolkata)।
আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমে কীভাবে প্রতারণা হয়? । How Aadhaar Card Biometric Fraud Happens?
জানা গিয়েছে, যেহেতু বর্তমানে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্কের যোগ বা লিংক করা রয়েছে, ফলে প্রতারকরা আধার কার্ডের বায়োমেট্রিক অর্থাৎ আধার কার্ডে থাকা আঙুলের ছাপ নকল করে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা সরিয়ে ফেলছে টাকা। লালবাজার কলকাতা (Lalbazar Kolkata)সূত্রে খবর, কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডার বলে পরিচয় দিয়ে ব্যাঙ্ক থেকে এক গ্রাহকের আধার কার্ড নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জোগাড় করে ফেলে। এমনকি, ওই ব্যক্তির আধার কার্ডে থাকা আঙুলের ছাপের তথ্য জাল করতে সমর্থ হয় তারা। এর পরেই ওই সমস্ত তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ‘আধার এনাবেলড পেমেন্ট সিস্টেম’-এর সাহায্য নিয়ে টাকা বার করে নেয়।
আধার কার্ড সম্পর্কে আরও পড়ুন : বাড়িতে বসেই পুনরুদ্ধার করুন আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড!
আধার কার্ডের বায়োমেট্রিক নকল করে ব্যাঙ্ক থেকে টাকা চুরির ঘটনার শিকার হয়েছেন কলকাতার বাগুইআটির বাসিন্দা। লালবাজার কলকাতা (Lalbazar Kolkata) সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর নাম তুষারকান্তি মুখোপাধ্যায়। বাড়ি বাগুইআটির হাতিয়ারা রোড সংলগ্ন জ্যাংরা মণ্ডল পাড়ায়। গতমাসে বাগুইআটির বাসিন্দা তুষার বাবু লালবাজারের সাইবার শাখায় প্রায় ২৯ হাজার টাকা প্রতারণার অভিযোগ জানন। আধার কার্ড এবং ব্যাঙ্ক জালিয়াতির খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশ ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার একটি দল গঠন করে ঘটনাটির তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিস বুঝতে পারে, আধার এনেবেল্ড পেমেন্ট সিস্টেমের (Aadhaar Enabled Payment System) বা এইপিএস (APS)এর মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকা তুলে নিয়েছে প্রতারকরা।
লালবাজার কলকাতা সম্পর্কে আরও পড়ুন : আদিবাসীদের মিছিলের জেরে তীব্র যানজট শহরে! হাওড়া ব্রিজে অচল গাড়ি চলাচল! গোটাদিন ধরে যানজটের আশঙ্কা!
এরপর সেই টাকা যে অ্যাকাউন্টে গিয়েছে, তার লোকেশন খতিয়ে দেখে দু’টি জায়গার হদিশ পান তদন্তকারীরা। প্রথমত, উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং দ্বিতীয়ত, বিহারের আরারিয়া। সাম্প্রতিক অতীতে বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জালিয়াতির ঘটনাগুলিও মূলত এই জায়গা থেকেই হচ্ছে। বিহারের আরারিয়ার একটি প্রত্যন্ত গ্রামে তিন মূল অভিযুক্ত এই কারবার চালাচ্ছে। সেই খবর পুলিশ পায়। এই তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সেখানেই হানা দেন তদন্তকারীরা। কিন্তু, তাঁরা সেখানে গিয়ে জানতে পারেন এক অভিযুক্তকে হরিয়ানা পুলিশ একই অভিযোগে গ্রেফতার করেছে। আর বাকি দু’জন চম্পট দিয়েছে। ফলে গন্তব্য দ্রুত বদলে ইসলামপুরে অভিযান চালান ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার অফিসাররা। সেখান থেকেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
আধার কার্ড সম্পর্কে আরও পড়ুন : আধার কার্ড নিয়েও প্রতারণা! কিউআর কোডের মাধ্যমে আধার যাচাই করার পরামর্শ কর্তৃপক্ষের!
গ্রেফতার হওয়া দুই যুবকের নাম মোখতার আলম, বয়স ২৩ এবং রওশন আলি, বয়স ২২। দু’জনেই উত্তর দিনাজপুরের বাসিন্দা। এই দু’জনের বিরুদ্ধে অন্তত আধার কার্ডের তথ্য নিয়ে এমন ছ’টি ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে লালবাজার কলকাতা (Lalbazar Kolkata) সূত্রে খবর। সবক’টি মিলিয়ে আর্থিক প্রতারণার পরিমাণ প্রায় এক লক্ষ টাকা। তার মধ্যে একটি ক্ষেত্রেই ৫০ হাজার টাকার প্রতারণা করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া দু’জনের মধ্যে আঙুলের ছাপ নকল করার কাজ করেছে রওশন। আর এই গোটা কাজটি হয়েছে মোখতারের নামে নথিভুক্ত সিস্টেম থেকে।
লালবাজার কলকাতা সম্পর্কে আরও পড়ুন : পুজোর জন্য লালবাজারের বিশেষ অ্যাপ! কখন কোন মণ্ডপে কমবে ভিড়, জানাবে বিশেষ সফটওয়্যার!
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুসারে, সাইবার অপরাধীদের এই আধার প্রতারণার সফট টার্গেট পশ্চিমবঙ্গ সহ দেশের ৬টি রাজ্য এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চল। যার মধ্যে আধার কার্ডের বায়োমেট্রিক নকল করে প্রতারণার ঘটনা বিশেষত ঘটছে বাংলায়। ফলে আগের থেকেই সচেতন থাকতে নিজের বায়োমেট্রিক তথ্য 'লক' রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত একাধিক সরকারী ওয়েবসাইট যেখানে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য জমা রয়েছে সেগুলি হ্যাক করে এই তথ্য চুরি করছে অপরাধীরা। তবে এই প্রতারণার থেকে বাঁচতে আপনি আপনার আধার কার্ডের বায়োমেট্রিকে পড়াতে পারেন সুরক্ষা কবচ। আধার কার্ড বায়োমেট্রিক লক (Aadhaar Card Biometric Lock) এর মাধ্যমে সুরক্ষিত থাকবে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য। প্রয়োজনে আপনি আধার কার্ড বায়োমেট্রিক আনলক (Aadhaar Card Biometric Unlock) ও করতে পারবেন।
কীভাবে আধার কার্ড বায়োমেট্রিক লক করবেন? । How to Lock Aadhaar Card Biometric?
- প্রথমে UIDAI’র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর ‘Login’ বাটনে ক্লিক করতে হবে।
- এখানে ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর একটি ক্যাপচা ফিল-আপ করতে হবে।
- এবার ‘OTP’ অপশন ক্লিক করতে হবে। এই অপশন ক্লিক করলেই ফোনে মেসেজ এলে সেটি ওয়েবসাইটে দিতে হবে।
- এবার হোমপেজে ‘Lock/Unlock Biometrics’ অপশনে ক্লিক করতে হবে।
- এখানে ক্লিক করলে আধার কার্ডের বায়োমেট্রিক লক হয়ে যাবে।
UIDAI ওয়েবসাইট ছাড়াও মোবাইলে অ্যাপের মাধ্যমেও আপনি আধার কার্ড বায়োমেট্রিক লক (Aadhaar Card Biometric Lock) বা আধার কার্ড বায়োমেট্রিক আনলক (Aadhaar Card Biometric Unlock) করতে পারবেন। এর জন্য প্রথমে প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে mAadhaar অ্যাপ। এরপর অ্যাপ ওপেন করে ভাষা সিলেক্ট করে ওটিপি ক্লিক করে লগ ইন করে নিন। এবার ড্যাশবোর্ড থেকে নিচে ‘My Aadhaar’ মেনু সিলেক্ট করুন। এখানে ১২ ডিজিটের আধার নম্বর দিন, তারপর একটি OTP পাবেন। একটি নতুন স্ক্রিন খুলে যাবে সেখানে ‘Lock Biometric’ অপশনে ক্লিক করলেই আধার ব্লক হয়ে যাবে।
উল্লেখ্য, আধার কার্ডের বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট/ফেস ডেটা) একবার লক হলে তা আর কোথাও ব্যবহার করতে পারবেন না। যেমন ব্যাঙ্ক, স্টক মার্কেট ভিত্তিক অ্যাপ ইত্যাদি। আধারের বায়োমেট্রিক লক করার অপশনে ক্লিক করা মাত্রই আধার কর্তৃপক্ষের কাছে নির্দেশ চলে যাবে। তারপর সেই তথ্য কোন থার্ড পার্টি ওয়েবসাইটে অর্থাৎ তৃতীয় কোনও ওয়েবসাইটে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে প্রয়োজন হলে আপনি আধার কার্ড বায়োমেট্রিক আনলক (Aadhaar Card Biometric Unlock) ও করতে পারবেন। এ ক্ষেত্রে, উপরোক্ত একই পদ্ধতি অনুসরণ করতে হবে। শুধু ‘Lock Biometric’ এর জায়গায় ‘Unlock Biometric’ অপশনে ক্লিক করলেই আপনার আধার কার্ড বায়োমেট্রিক আনলক (Aadhaar Card Biometric Unlock) হয়ে যাবে।