Aadhar Card | আধার কার্ড নিয়েও প্রতারণা! কিউআর কোডের মাধ্যমে আধার যাচাই করার পরামর্শ কর্তৃপক্ষের!

Friday, December 15 2023, 11:27 am
highlightKey Highlights

আধার সংশোধের নামে চলছে ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি শেয়ার করার জাল। দেশ জুড়ে আধার কার্ড নিয়ে প্রতারণা চলছে। দেশবাসীকে সতর্ক করলো ইউআইডিএআই।


ভারতীয়দের জন্য আধার কার্ড (Aadhar Card) খুবই গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। তবে আধার কার্ডে  বহু দেশবাসীর তথ্য ভুল থাকার অভিযোগ রয়েছে। যার ফলে তা প্রতিনিয়ত বহু ভারতবাসী আধার কার্ড সংশোধন করার জন্য আবেদন করে থাকেন। কিন্তু সেখানেও উঠে আসে অভিযোগ। আর এই অভিযোগের ফায়দা নিয়েই এবার প্রতারণার জাল পেতেছে সাইবার অপরাধীরা।

দেশ জুড়ে আধার কার্ড নিয়ে প্রতারণা চলছে
দেশ জুড়ে আধার কার্ড নিয়ে প্রতারণা চলছে

সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India) ভারতবাসীর উদ্দেশ্যে আধার কার্ডের তথ্য ইমেইল (Email) বা হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে জরুরি বার্তা দিয়েছে। আধার কর্তৃপক্ষের মতে, এই দুই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আধারের গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য প্রতারণার জালে পড়তে পারেন আমি জনতা। একটি বিবৃতি জারি করে ইউআইডিএআই (UIDAI) জানিয়েছে, আধার কর্তৃপক্ষ ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই আধার আপডেট করার জন্য পিওআই (POI) বা পিওএ (POA) চায় না।

Trending Updates
ভারতবাসীর উদ্দেশ্যে আধার কার্ডের তথ্য ইমেইল  বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে জরুরি বার্তা দিয়েছে
ভারতবাসীর উদ্দেশ্যে আধার কার্ডের তথ্য ইমেইল  বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে জরুরি বার্তা দিয়েছে

বর্তমান সময়ে সব ক্ষেত্রেই বেড়েছে প্রতারণা। সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল প্রতারণার শিকার হন অনেকেই। তবে এবার আধার কার্ড নিয়ে প্রতারণা শুরু হওয়াতে বেড়েছে উদ্বেগ। অভিযোগ, নাগরিকদের আধার নম্বর চুরি করে নানা অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আধারের ১২ ডিজিট সংবেদনশীল একটি নম্বর এবং দেশের প্রায় সমস্ত নাগরিকের কাছেই রয়েছে তাই এই নিয়ে সাবধান থাকার নিদান দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা।

আধার কার্ড নিয়ে প্রতারণা শুরু হওয়াতে বেড়েছে উদ্বেগ
আধার কার্ড নিয়ে প্রতারণা শুরু হওয়াতে বেড়েছে উদ্বেগ

আধার কার্ড নিয়ে প্রতারণার প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে নয়, মাইআধার পোর্টালের (My Aadhaar Portal) মাধ্যমে অনলাইনে আধার আপডেট করতে পারেন অথবা নিকটবর্তী আধার কেন্দ্রগুলিতে যোগাযোগ করে এই কাজ সারতে পারেন ব্যক্তি। আধারের কার্ডের সত্যতা করার জন্য তাতে থাকা কিউআর কোডের (QR Code) ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে। সরকারের কথায়, এই কিউআর কোড ডিজিটাল ভাবে স্বাক্ষরিত, যা এটিকে ট্যাম্পর-প্রুফ (Tamper-Proof) করে তোলে। অর্থাৎ তৃতীয় কোনও ব্যক্তির পক্ষে কিউআর কোড নকল করা বা আধার তথ্য চুরি করা কঠিন।

মাইআধার পোর্টালের মাধ্যমে অনলাইনে আধার আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে 
মাইআধার পোর্টালের মাধ্যমে অনলাইনে আধার আপডেট করার পরামর্শ দেওয়া হচ্ছে 

কীভাবে কিউআর কোডের মাধ্যমে আধার যাচাই করা যাবে? । How to Verify Aadhaar Through QR Code?

  • প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) অথবা অ্যাপেল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে এমআধার (mAadhaar) অ্যাপটি ফোনে ইনস্টল করতে হবে।
  • এরপর অ্যাপটি ওপেন করে ভেরিফাই আধার অপশনে (Verify Aadhar Option) ট্যাপ করতে হবে।
  • ফোনের ক্যামেরা আধার কার্ডের কিউআর কোড, ই-আধার অথবা আধার পিভিসিতে রেখে স্ক্যান করতে হবে।
  • অ্যাপটি কিউআর কোড স্ক্যান করে আধার গ্রাহকের তথ্য স্ক্রিনে তুলে ধরবে।
  • তারপর তথ্যগুলি ভালো করে যাচাই করে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে।
আধারের কার্ডের সত্যতা করার জন্য তাতে থাকা কিউআর কোডের ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে
আধারের কার্ডের সত্যতা করার জন্য তাতে থাকা কিউআর কোডের ব্যবহার করার পরামর্শও দেওয়া হচ্ছে

উল্লেখ্য, এই পদ্ধতি মেনে চলার সময় যদি দেখেন আধার কার্ডের আপনার অচিরে হস্তক্ষেপ করা হয়েছে বা কোনও তথ্য ভুল দেখাচ্ছে তাহলে তৎক্ষণাৎ uidai.gov.in ওয়েবসাইটে ভিজিট করে রিপোর্টের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও হেল্পলাইন নম্বর ১৯৪৭ এ ফোন করেও অভিযোগ জানাতে পারেন। তবে মনে রাখবেন, আধার কার্ডের সংশোধনের জন্য ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কর্তৃপক্ষ থেকে কোনও তথ্য চাওয়া হয়না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File