IndvsEng Test | লড়াকু জাডেজা-ওয়াশিংটন, চোখধাধাঁনো সেঞ্চুরি করে ম্যাচ ড্র দুই ভারত সৈনিকের
Sunday, July 27 2025, 5:39 pm

শেষ দিনের চা পানের বিরতির পর ইংল্যান্ড শিবির থেকে ভারতীয় দলের কাছে ম্যাচ ড্র ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়।
ম্যাঞ্চেস্টার টেস্ট যে ড্র হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। শেষ দিনের চা পানের বিরতির পর ইংল্যান্ড শিবির থেকে ভারতীয় দলের কাছে ম্যাচ ড্র ঘোষণা করার প্রস্তাব দেওয়া হয়। তবে ইংল্যান্ডের প্রস্তাব ফিরিয়ে ব্যাটিং করতে থাকে ভারত। জাডেজা ও ওয়াশিংটন জুটির ২০৩ রানের পার্টনারশিপে ২২২ থেকে দলের রান পৌঁছয় ৪২৫এ। এদিনকার ম্যাচে ক্রিজে টিকে রইলেন ভারতের এই দুই তারকা। জাডেজা করেন ১০৭রান। ওয়াশিংটন সুন্দর ১০১ রানে অপরাজিত রইলেন। তবে ভারতের আর সিরিজ় জয়ের সম্ভাবনা নেই, তবে ড্র করার সুযোগ রইল।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ইংল্যান্ড ক্রিকেট লীগ
- ক্রিকেটার
- ক্রিকেট
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারত বনাম ইংল্যান্ড
- ইংল্যান্ড
- টেস্ট ম্যাচ