Weather Update | এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, বরং দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বাড়তে চলেছে বর্ষণ!
Monday, July 28 2025, 10:10 am

হাওয়া অফিস জানিয়েছে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের থেকে বিরাম নেই। বরং সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে
ক্ষণিক বিরাম দিয়ে চলছে বৃষ্টির ব্যাটিং। কবে থামবে বর্ষণ? হাওয়া অফিস জানিয়েছে বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের থেকে বিরাম নেই। বরং সোমবার থেকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।