প্রাকৃতিক দুর্যোগ

২৪১ কিলোমিটার বেগে বছরের সবথেকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে, কোনদিকে অভিমুখ

২৪১ কিলোমিটার বেগে বছরের সবথেকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে, কোনদিকে অভিমুখ
Key Highlights

বছরের সবথেকে শক্তিশালী ঝড় ধেয়ে আসছে প্রবল গতিতে। ক্রমেই শক্তি বাড়াচ্ছে ওই সুপার টাইফুন হিন্নামনর।

সম্প্রতি অভিমুখ বদল করতে চলেছে প্রবল ঝড়টি। এই অসময়ে দানব ঝড়ের মুখে পড়তে চলেছে কোন কোন দেশ? এবার ভারতের প্রতিবেশী চিনের দিক থেকে তা ঘুরে গিয়েছে জাপানের দিকে। ঝড়ের গতিবেগ শুনেই কাঁপছে জাপান উপকূল।

গতি বাড়াচ্ছে সুপার টাইফুন হিন্নামনর, জানুন কোন কোন দেশে ধ্বংসযজ্ঞ চালাতে পারে এই টাইফুন

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সুপার টাইফুন হিন্নামনর উপকূলে আছড়ে পড়বে ঘণ্টায় ২৪১ কিলোমিটার গতিবেগে। তা আরও শক্তি বাড়াতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। ঝড়টি সর্বোচ্চ ঘণ্টায় ২৫৭ কিলোমিটার থেকে ৩১৪ কিলোমিটার গতিবেগেও ধেয়ে আসতে পারে। দক্ষিণ-পশ্চিম জাপানের ওকিনাওয়ারের উপর হানা দিতে পারে ওই সুপার টাইফুন হিন্নামনর।

আবহবিদরা মনে করছে, এই সুপার টাইফুন ধ্বংসযজ্ঞ চালাতে পারে জাপান, দক্ষিণ কোরিয়া ও চিনের উপকূলবর্তী এলাকায়। প্রশান্ত মহাসাগার থেকে শক্তি বাড়াচ্ছে সুপার টাইফুন হিন্নামনর। এর ফলে শুধু প্রবল ঝড় বইবে তা নয়, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পাকিস্তান ভয়াবহ বন্যা পরিস্থিতির পর চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হতে পারে।