প্রতিরক্ষা

সন্ত্রাসী হামলার বড় ছক বানচাল , জোড়া এনকাউন্টারে নিকেশ কাশ্মীরের ৪ জঙ্গি

সন্ত্রাসী হামলার বড় ছক বানচাল , জোড়া এনকাউন্টারে নিকেশ কাশ্মীরের ৪ জঙ্গি
Key Highlights

জোড়া এনকাউন্টারে কাশ্মীরে মৃত চার সন্ত্রাসবাদী। এই ঘটনায় নিরাপত্তা বাহিনীরা বড়সড় সাফল্য পেল।

বানচাল হল সন্ত্রাসীদের হামলার ছক! নিরাপত্তা বাহিনী জোড়া অপারেশনে প্রাণ গেল চারজন জঙ্গির। মঙ্গলবার অবন্তীপোরা ও বিজবেহরা এলাকায় অভিযান চালিয়ে সফল হল নিরাপত্তরক্ষী বাহিনী ও পুলিশ। আর একটি ঘটনার জেরে অন্য ৩ জঙ্গিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

এনকাউন্টারে হত ৪জঙ্গি, কী কী উদ্ধার করলো নিরাপত্তা বাহিনী? আসুন তা জেনে নেওয়া যাক

অবন্তীপোরায় যৌথবাহিনীর অভিযানে সাফল্য আসে। তিন জেহাদি গুলির লড়াইয়ে খতম হয়। ওই তিন সন্ত্রাসীর মধ্যে একজন বিদেশি। বাকি দুজন লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে। কাশ্মীর পুলিশের এডিজি দিলবাগ সিং জানিয়েছেন, "সেনা শিবিরে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল। আগেভাগে জানতে পেরে যৌথ অভিযানে তা বানচাল করতে সমর্থ হয় নিরাপত্তারক্ষী বাহিনী।"

কাশ্মীর পুলিশের তরফে আরও জানানো হয়েছে, "এই অভিযানে খতম হয়েছেন লস্কর কম্যান্ডার মুখতার ভাট। এই তিন জেহাদি এক পুলিশকর্মী ও দুই আরপিএফ হত্যায় জড়িত ছিল। খতম হওয়া জঙ্গিদের কাছ থেকে একে ৪৭ রাইফেল, একে ৫৬ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার হয়। তাদের কাছে থেকে ১০ কোটি ইম্প্রোভাইজড বিস্ফোরকও উদ্ধার করা হয়েছিল।"

এছাড়াও বিজবেহরা এলাকায় আরও একটি অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনীরা সেখানে যৌথভাবে এরও এক জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনীর দল। এদিনের জোড়া এনকাউন্টার কাশ্মীর পুলিশের জন্য বড় সাফল্য বলে দাবি করেছেন কাশ্মীর পুলিশের এডিজি। এছাড়াও শ্রীনগরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে তিনজন সন্দেহভাজনকে। তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি আইআইডি ও দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি একজন বিদেশি সন্ত্রাসী। ওই ব্যক্তি নিরাপত্তাবাহিনীর ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা কষেছিলেন। অবন্তীপোরার ঘটনায় নিহত তিন সন্ত্রাসীই এক এএসআই ও দুই আরপিএফ কর্মীকে হত্যার পাশাপাশি বেশ কয়েকটি সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। এদিন নাগালে পেয়ে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী এনকাউন্টারে তাদের নিকেশ করে। এর ফলে তাদের যাবতীয় পরিকল্পনা বানচাল হয়ে যায়।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, একইদিন তিনটি জায়গায় হানা দিয়ে সাফল্য পেয়েছে তারা। দক্ষিণ কাশ্মীরের অবন্তীপোরা ও বিজবেহরা এলাকা ছাড়াও শ্রীনগরেও অভিযান চলে। অভন্তীপোরায় তিন জঙ্গি নিকেশ হয়, বিজবেহরা এলাকায় এক জঙ্গিকে নিকেশ করা হয়। আর শ্রীনগরে কাশ্মীর পুলিশ তিন জঙ্গিকে পাকড়াও করে। বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। কাশ্মীর পুলিশ তিন ঘটনায় বিরাট সাফল্য পেয়েছে বলেই মনে করছে। জঙ্গি ক্রিয়াকলাপ তাঁরা রুখে দিতে সমর্থ হয়েছে।



IPL Auction 2025 । "ওল্ড ইজ গোল্ড", বাজেট ছিল ৫১ কোটি, প্রায় অর্ধেক টাকা খরচ করে আইয়ারকে ফেরালো কেকেআর
IPL Auction 2025 । চমকের পর চমক ! মাত্র ২ কোটিতেও দল পেলেন না ওয়ার্নার, দ্বিতীয়বার মেগা নিলামে নাম লেখালেন আর্শদ্বীপ
Hemant Soren | ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সোরেন
RG Kar | আদালতে আসাই বন্ধ সঞ্জয় রায়ের! জেলে বসে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকবেন আরজিকরের অভিযুক্ত! মুখ বন্ধের নয়া অস্ত্র?
Ind vs Aus । পারথে যশস্বী ম্যাজিক, যোগ্য সঙ্গত কে এল রাহুলের, ১৭২ রানের পার্টনারশিপে অপরাজিত ভারত
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali