West Bengal Weather | 'কামব্যাক' করতে চলেছে বৃষ্টি! সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে চলবে বর্ষণের দাপট! বর্ষার বিদায়ের আগে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

শুক্রবার ফের বঙ্গোপসাগরে তৈরী হবে ঘূর্ণাবর্ত। এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না বর্ষা। পশ্চিমবঙ্গ আবহাওয়া আপডেট অনুযায়ী, ভালোরকম বৃষ্টি হতে চলেছে দক্ষিণ ও উত্তরবঙ্গে।


আবারও বঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনা। ফের ভালো রকমের বর্ষণের পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, আর দিন তিনেক পরেই টানা বৃষ্টিতে তুমুল তোলপাড় হতে চলেছে দক্ষিনবঙ্গ। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস কম থাকলেও, বুধবার থেকে বদল হবে আবহাওয়া। আপাতত ২ দিনের বিশ্রাম নিয়ে ফের একবার কামব্যাক করতে চলেছে বৃষ্টির পুরনো মেজাজ। সূত্রের খবর, সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।

ফের ভালো রকমের বর্ষণের পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে
ফের ভালো রকমের বর্ষণের পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে
Trending Updates

পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কিছু জেলায় যেমন উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), হাওড়া (Howrah), কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (West Burdwan), পূর্ব বর্ধমান (East Burdwan), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদিয়ায় (Nadia)।

মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কিছু জেলায় 
মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের বেশ কিছু জেলায় 

মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণ হবে না বলে জানিয়েছে আলীপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। হালকা বৃষ্টি হতে পারে কিছু জেলায়। বৃষ্টির পরিমাণ কমলে তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা খুব একটা বাড়বে না বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) এর পূর্বাভাস। তবে বাতাসে আর্দ্রতার কারণে গরমের অস্বস্তি সামান্য থেকে যাবে বলে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত ২ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলার মতো এদিন, মঙ্গলবার সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই  কলকাতাতেও। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। মঙ্গলবার তুলনামূলক শহরের তাপমাত্রা বাড়বে।

বৃষ্টির পরিমাণ কমলে তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পরিমাণ কমলে তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী উত্তরবঙ্গে একেবারেই বিপরীত চিত্র দেখা যাবে। ভারী বৃষ্টিতে নাজেহাল অবস্থা হবে  উত্তরবঙ্গের জেলাগুলি। বিশেষত দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং কালিম্পং-(Kalimpong) এই তিন জেলার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে আলিপুরদুয়ার , কোচবিহার , উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে উত্তরবঙ্গে মঙ্গলবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানা গিয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে বুধবার থেকে।

 উত্তরবঙ্গে একেবারেই বিপরীত চিত্র দেখা যাবে
 উত্তরবঙ্গে একেবারেই বিপরীত চিত্র দেখা যাবে

 আইএমডির (IMD) তরফে মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার বিভিন্ন এলাকায়। এদিন ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালাসোর (Balasore), ভদ্রক (Bhadrak), কটক (Cuttack), কেন্দাপাড়া (Kendrapara), ময়ূরভঞ্জ (Mayurbhanj), পুরি (Puri), গঞ্জম (Ganjam) সমেত বহু এলাকায়। এছাড়াও মধ্য মহারাষ্ট্রে ২৯সেসেপ্টেম্বর পর্যন্ত বর্ষণ ও গুজরাটে ২৬ সে সেপ্টেম্বর বর্ষণের পূর্বাভাস রয়েছে। ২৭-২৯ তারিখ পর্যন্ত আন্দামান ও নিকোবরে (Andaman and Nicobar) ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। উপকূলীয় কর্ণাটক (Coastal Karnataka) ও কেরলে (Kerala) ২৯সে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে বর্ষণের পূর্বাভাস। ২৯ তারিখ পর্যন্ত বর্ষণের পূর্বাভাস থাকছে উত্তর কর্ণাটক (North Karnataka), রায়ালসীমাতেও (Rayalaseema)।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে

পশ্চিমবঙ্গ আবহাওয়া সম্পর্কে আরও পড়ুন : কয়েক বছরের মধ্যেই একের পর এক ঘূর্ণিঝড়ে ফুঁসবে গঙ্গা!

অন্যদিকে, হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকদিন পর থেকেই ঘূর্ণাবর্তের সঙ্গে জুটি বেঁধে ফের বাড়তে চলেছে বৃষ্টি। জানা গিয়েছে, শুক্রবার ২৯সে সেপ্টেম্বর থেকে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। ফলে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File