ভিটামিন ডি

ভিটামিন ডি-র অভাবে তিন-চতুর্থাংশ ভারতীয়ই ভোগেন, ১৮ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যেই এই খামতি বেশি

ভিটামিন ডি-র অভাবে তিন-চতুর্থাংশ ভারতীয়ই ভোগেন, ১৮ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যেই এই খামতি বেশি
Key Highlights

ভারতের ৮১টি শহরে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ৭৬ শতাংশ ভারতীয় ভিটামিন ডি-র অভাবজনিত রোগে ভোগেন। শুধু তাই নয়, সমীক্ষায় আরও দেখা গিয়েছে, ১৮ থেকে ৩০ বছর বয়সিদের মধ্যেই এই খামতি বেশি। জলন্ধরের গার্ডিয়ান হাসপাতালের চিকিৎসক ড. সঞ্জীব গোয়েলের তত্ত্বাবধানে এই সমীক্ষাটি হয়েছিল। সমীক্ষাটি প্রকাশিত হয়েছে International Journal of Research in Orthopaedics। সেখানে সঞ্জীব লেখেন, ভিটামিন ডি-র অভাবের বিষয়টি এখনও দেশের মানুষের মধ্যে তেমন মান্যতা পায়নি। ভিটামিন ডি-কে তিনি এক critical micronutrient বলে উল্লেখ করে বলেন, এটি পেশি ও হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।