Haldia | হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে খুন! ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ তমলুক আদালতের
Saturday, August 2 2025, 5:54 pm

হলদিয়ায় মা মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারার অপরাধে চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক আদালত।
২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি হলদিয়ায় এক নারকীয় খুনের ঘটনা ঘটে। নিউ ব্যারাকপুরে বাসিন্দা রিয়া ও তাঁর মা রমার সঙ্গে শেখ সাদ্দাম হোসেনের অবৈধ প্রেম হয়। হলদিয়ার একটি ভাড়াবাড়িতে ধর্মান্তরের মাধ্যমে মেয়েকে বিয়ে করে সাদ্দাম। এরপরই ত্রিকোণ প্রেমের সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার দিন সাদ্দাম ও তার তিন সহযোগী মনজুর আলম মল্লিক, শুকদেব দাস ওরফে শিবু ও আমিনুর হোসেন মা মেয়েকে অচৈতন্য করে নদীর তীরে পেট্রোল ঢেলে তাঁদের জীবন্ত পুড়িয়ে মারে। এঘটনায় চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তমলুক আদালত।
- Related topics -
- রাজ্য
- ক্রাইম
- অগ্নিকান্ড
- অগ্নিদগ্ধ দেহ
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- হলদিয়া
- নিউ ব্যারাকপুর
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- আদালত
- ত্রিকোণ