অর্থনৈতিক

Zomato ডেলিভারি পার্টনারদের পরিবারের জন্য ৭০০ কোটি টাকা দেবেন সংস্থার মালিক

Zomato ডেলিভারি পার্টনারদের পরিবারের জন্য ৭০০ কোটি টাকা দেবেন সংস্থার মালিক
Key Highlights

Zomato-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়াল জোমাটো ফিউচার ফাউন্ডেশনে তাঁর ৭০০ কোটি টাকা কর্মচারী স্টক অপশন প্ল্যান অনুদান দিলেন।

Zomato- র সমস্ত ডেলিভারি পার্টনারদের দুই সন্তানের শিক্ষা নিশ্চিত করবে ZFF অর্থাৎ Zomato Future Foundation । এই সুবিধার আওতায় থাকার সুযোগ কারা পাবেন জানেন? জেনে নিন এ ব্যাপারে কী বলছে Zomato-র সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। 

'আমি এই ESOPs থেকে প্রাপ্ত সমস্ত আয় দান জোমাটো ফিউচার ফাউন্ডেশনে দান করছি,' অভ্যন্তরীণ নোটে লিখেছেন জোমাটোর সিইও

জোমাটো সিইও বলেন, এই টাকার অঙ্ক শিশু প্রতি বছরে ১,০০,০০০ টাকা পর্যন্ত বেড়ে যাবে, যদি ডেলিভারি পার্টনার Zomato-তে ১০ বছর পূর্ণ করেন। মহিলা ডেলিভারি পার্টনারদের জন্য, ৫/১০ বছরের পরিষেবার থ্রেশহোল্ড কম হবে। শিশুকন্যাদের জন্য বিশেষ প্রোগ্রামও থাকবে। কোনও ডেলিভারি পার্টনারের মেয়ে দ্বাদশ শ্রেণী বা স্নাতক পাশ করলে 'পুরস্কার অর্থ' চালু করা হবে। ZFF মেধাবী শিশুদের জন্য উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করবে।

এছাড়াও যে সকল কর্মচারীরা সংস্থার সঙ্গে যুক্ত থাকাকালীন দুর্ঘটনার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হবেন, তাঁদের জন্যও সহায়তার ব্যবস্থা রয়েছে। এ সকল Zomato ডেলিভারি পার্টনারদের পরিবারের শিক্ষাগত এবং জীবিকাগত সহায়তা প্রদান করা হবে।