উৎসবের মরশুমে বিরাট সুখবর, রান্নার গ্যাস এবার পাওয়া যাবে অর্ধেক দামে, জানুন বিস্তারিত

Friday, August 5 2022, 3:11 pm
highlightKey Highlights

সুখবর শোনাল মোদী সরকার। মাত্র ৫৮৭ টাকাতেই মিলছে রান্নার গ্যাস। কিন্তু কীভাবে পাবেন সেই ভর্তুকি জানুন বিস্তারিত।


১০৭৫ টাকার রান্নার গ্যাস এবার পাওয়া যাচ্ছে ৫৮৭ টাকা। মোদী সরকারই তৈরি করে দিয়েছে সেই সুযোগ। করোনা কালে জ্বালানি যোজনার মাধ্যমে বিনামূল্যের রান্নার গ্যাস দিয়েছিল মোদী সরকার। তারপর রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ল তাতে আম জনতার রান্না-খাওয়া বন্ধ হওয়ার জোগাড়। এক ধাক্কায় একেবারে হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। কিন্তু ফের সাধারণ মানুষের কথা ভেবে ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার কথা জানিয়েছে মোদী সরকার।

কীভাবে পাবেন কম দামে রান্নার গ্যাস? আসুন জেনে নেওয়া যাক

খবর দেখে সবাই ভাববেন হয়তো সরাসরি ভর্তুকি পেয়ে যাবেন তাঁরা। তাঁদের জানিয়ে রাখা উচিত মাত্র ৯ কোটি দেশবাসী এই সুবিধা পাবেন। মোদী সরকার দেশের মাত্র ৯ কোটি গ্রাহককে এই ভর্তুিক দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। জানানো হয়েছে যে ৯ কোটি গ্রাহক এই সুবিধা পাবেন তাঁদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পড়ে যাবে। কাদের অ্যাকাউন্টে এই টাকা পড়বে তাই নিয়ে এখনও সন্দেহ রয়েছে। জানা যাচ্ছে বাড়িতে বসেই আপনারা এই গ্যাস সিলিন্ডারের সাবসিডি গ্রহণ করতে পারবেন। 

Trending Updates

রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে এক হাজার টাকা পেরিয়ে গিয়েছে। ভর্তুকি তো আসছে না বললেই চলে। গ্যাঁটের কড়ি খরচ করেই রান্নার গ্যাস কিনতে হচ্ছে। অনেকে তো গ্যাস বাঁচাতে ফের পুরানো জ্বালানিতেই ভরসা রাখছে। সম্প্রতি একটি সমীক্ষায় প্রকাশ্যে এসেছিল সেই তথ্য। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে রান্নার গ্যােসর ব্যবহার ৭৫ শতাংশ কমে গিয়েছে। তারা আবার উনুনের রান্নায় ফিরে গিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File