চিনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্যে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জিংপিংয়ের
চিনের সেনাবাহিনীকে "সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধ প্রস্তুতি বাড়াতে" আহ্বান জানালেন প্রেসিডেন্ট জি জিংপিং। শুধু তাই নয়, গোটা শক্তি দিয়ে কার্যত যুদ্ধের জন্যে প্রস্তুত থাকতে বলছেন তিনি।
তৃতীয়বারের জন্যে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেছেন জিংপিং! আর সেই দায়িত্ব নেওয়ার পরেই সেনাবাহিনীর নেতৃত্ব সরকারি ভাবেই গ্রহণ করেছেন তিনি। আর এরপরেই সেনাবাহিনীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জিংপিং।
জিংপিং তিনটি শক্তিশালী পদে রয়েছেন, চাপ বাড়ছে বেজিংয়ের! জানুন কি বলছেন প্রেসিডেন্ট জিংপিং
চিনের প্রেসিডেন্ট জিংপিং বলেন, দেশের মধ্যে অস্থিরতা বাড়ছে। এমনকি বিশ্বেও পরিবর্তন ঘটছে। আর সেখানে দাঁড়িয়ে চিনের বাহিনী যাতে যুদ্ধ করার এবং জয় করার ক্ষমতা বৃদ্ধি করে সে বিষয়ে বার্তা দেন জিংপিং। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এহেন নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সে দেশের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জিংপিং সেনাবাহিনীকে বেশ কিছু নির্দেশ দিয়েছে। বিশেষ করে বাহিনীকে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। Xinhua-এর প্রকাশিত খবর অনুযায়ী, চিনের বাহিনীকে সবসময় হাই-অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি যুদ্ধের জন্যে মানসিক ভাবে তৈরি হওয়ার জন্যেও বাহিনীকে নির্দেশ জিংপিং দিয়েছেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। পাশাপাশি বাহিনীকে অনেক বেশি আত্মবিশ্বাসী হওয়া প্রয়োজনীয়তা রয়েছে বলেও মন্তব্য করেছেন সে দেশের প্রেসিডেন্ট।
অন্যদিকে তাইওয়ানকে সম্পূর্ণ ভাবে সাহায্য করার বার্তা দিয়েছে আমেরিকা। এমনকি একাধিক মার্কিন প্রতিনিধি তাইপে ঘুরে গিয়েছে। বলে রাখা প্রয়োজন তাইওয়ানকে চিন তাদের অবিচদছেদ্য অংশ মনে করে। আর সেখানে আমেরিকার দাদাগিরি মোটেই ভালো চোখে নেয়নি। এজন্যে আমেরিকাকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চিন। বলে রাখা প্রয়োজন, ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে ভারত। অন্যদিকে সীমান্তেও কার্যত অ্যাকশান মোডে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। একেবারে সীমান্ত ঘেঁষে নামছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একের পর এক যুদ্ধ বিমান। যদিও বারবার আলোচনার মাধ্যমে চিনের সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিচ্ছে ভারত। যদিও সেখানে দাঁড়িয়ে জিংপিংয়ের এহেন নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এই মুহূর্তে সে দেশের তিনটি শক্তিশালী পদে রয়েছে জিংপিং। চিনের শাসক দল কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসাবে একদিকে যেমন দায়িত্ব সামলাচ্ছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) প্রধান হয়ে তিন বাহিনীর নিয়ন্ত্রণ এই মুহূর্তে জিংপিংয়ের হাতেই। আর এরপরেই কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি। আর সেখানে চিনের বাহিনীর উদ্দেশ্যে এহেন বার্তা জিংপিংয়ের। কার্যত দেশের নিরাপত্তার অজুহাতে বাহিনীকে যুদ্ধে নামার নির্দেশ।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- যুদ্ধ
- জিংপিং
- চীনা সেনা