World Emoji Day | মনের ভাব প্রকাশ করতে ব্যবহার করছেন ইমোজি? জানেন তো সেই ইমোজির সঠিক মানে?

Monday, July 17 2023, 9:43 am
highlightKey Highlights

বর্তমানে মনের ভাব প্রকাশ করতে ইমোজি পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। ফলে ১৭ই জুলাই বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব ইমোজি দিবস। তবে অনেকেই ইমোজি ব্যবহার করলেও জানেন না সেটির সঠিক অর্থ।


বর্তমানে প্রায় সকলের হাতের মুঠোয় সোশ্যাল মিডিয়া (Social Media)। আর সোশ্যাল মিডিয়া মানেই নিজের মতামত কাছের মানুষ বা গোটা দুনিয়ার সঙ্গে ভাগ করে নেওয়া। এক্ষেত্রে মনের ভাব আরও ভালোভাবে তুলে ধরতে ইমোজির (Emoji) ব্যবহারের থেকে আর ভালো কি হতে পারে। আনন্দ, খুশি, দুঃখ, রাগ এমনকি খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো প্রায় সব রকমের ভাব প্রকাশ করতে আমরা অনেকেই দৈনন্দিন ব্যবহার করি ইমোজি। আজ সেই ইমোজির গুরুত্ব পালনের দিন। অর্থাৎ আজ, ১৭ই জুলাই বিশ্ব ইমোজি দিবস (World Emoji Day)।

 ১৭ই জুলাই বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব ইমোজি দিবস
 ১৭ই জুলাই বিশ্বব্যাপী পালন করা হয় বিশ্ব ইমোজি দিবস

ডিজিটাল যুগে ইমোজি ভাবপ্রকাশের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের অ্যাপে এবং চ্যাটের ক্ষেত্রে ইমোজির বিশাল বড় অবদান রয়েছে। কারণ যে কোনও এক্সপ্রেশন বোঝানোর ক্ষেত্রে একটি ইমোজিই যথেষ্ট। ফলে বিশ্বব্যাপী ইমোজিগুলির প্রভাব এবং গুরুত্ব সম্পর্কে সকলকে অবগত করতে বিশ্ব ইমোজি দিবস পালন করা হয়।

 ভাবপ্রকাশের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়
 ভাবপ্রকাশের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়

বিশ্ব ইমোজি দিবসের ইতিহাস । History of World Emoji Day :

জাপানি টেলিকম কোম্পানি এনটিটি ডোকোমোতে (Japanese Telecom Company NTT Docomo) কাজ করার সময় শিগেতাকা কুরিতা (Shigetaka Kurita) ১৯৯৯ সালে ইমোজি তৈরি করেছিলেন। দৈনন্দিন জীবনে স্মার্টফোনের ব্যাপকতা বৃদ্ধি হওয়ার ফলে ইমোজির জনপ্রিয়তা ২০১০ সালের দিকে বেড়ে যায়। এরপর ইমোজিপিডিয়ার (Emojipedia) প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত জেরেমি বার্গ (Jeremy Berg) বিশ্ব ইমোজি দিবস প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ২০০৭ সালে আইফোন (IPhone) প্রকাশের পর, একটি ইমোজি কীবোর্ড (Emoji Keyboard) তৈরী করা হয়। বিশেষত জাপানের বাসিন্দাদের জন্য এই কীবোর্ড বানানো হলেও, ক্রমশ এর জনপ্রিয়তা ছড়িয়ে পরে গোটা দুনিয়ায়।

১৯৯৯ সালে ইমোজি তৈরি করেছিলেন শিগেতাকা কুরিতা
১৯৯৯ সালে ইমোজি তৈরি করেছিলেন শিগেতাকা কুরিতা

বিশ্ব ইমোজি দিবসের তাৎপর্যপূর্ণ । Significance of World Emoji Day : 

 ইমোজি একটি বিশ্বব্যাপী ভাষা হিসাবে স্বীকৃত। কারণ ইমোজি ভাষাগত এবং সাংস্কৃতিক ভিন্নতাকে অতিক্রম করে কথোপকথন ও মনের ভাব প্রকাশে সাহায্য করে। সোশ্যাল মিডিয়া খোদ নিজেই গোটা বিশ্বের মানুষকে একত্রিত করে। নাগরিকত্ব, ভাষা, সংস্কৃতি সব কিছু আলাদা হলেও সোশ্যাল মিডিয়া দ্বারা সবাই একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে। তারওপর ইমোজি ভাষাগত সীমাবদ্ধতা কাটায়। অর্থাৎ দুই ব্যক্তির মধ্যে ভাষাগত সীমাবদ্ধতা থাকলেও ইমোজি দ্বারা তারা পরস্পরকে তাদের মনের ভাব জানাতে পারেন। 

পরবর্তীকালে  

একটি ইমোজি কীবোর্ড তৈরী করা হয়
পরবর্তীকালে   একটি ইমোজি কীবোর্ড তৈরী করা হয়

ভিন্ন ইমোজির আসল অর্থ । The Real Meaning of Different Emojis : 

যেখানে শব্দ থেমে যায় বা যখন শব্দ মনের কথা তুলে ধরতে পারে না সেখানে ইমোজির ভূমিকা অনস্বীকার্য। ফলে বিশ্বব্যাপী এই দিনটিতে একটি বৈশ্বিক ভাষা হিসাবে ইমোজির ব্যবহারকে তুলে ধরা হয়। তবে আমরা প্রায় সকলেই নানা রকমের ইমোজি ব্যবহার করে থাকলেও সেটির মানে জানিনা। ফলে আমরা এক রকম ভেবে ইমোজি পাঠালেও অপরজন কিন্তু একই মানে নাও বুঝতে পারে। বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে ইমোজি ব্যবহার করে থাকে। ডুওলিংগো (Duolingo) সম্প্রতি ইমোজি নিয়ে একটি সার্ভে চালায় দক্ষিণ আমেরিকা (North America), এশিয়া (Asia) এবং ইউরোপে (Europe) ও ভারতের (India) জনতার উপরে। সেই সার্ভেতে দেখা গিয়েছে যে বিভিন্ন ধরনের ইমোজি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ইউজাররা। অর্থাৎ একই ইমোজি এক এক জন অন্য অর্থে ব্যবহার করে থাকেন। ফলে  এই ইমোজি দিবসে এক নজরে দেখে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ ইমোজির আসল অর্থ।

বিভিন্ন ধরনের ইমোজি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ইউজাররা
বিভিন্ন ধরনের ইমোজি বিভিন্ন ভাবে ব্যবহার করে থাকেন ইউজাররা

ইমোজি          অর্থ

😂 - চরম সুখ, হাসি, মজা বা আনন্দদায়ক।

❤️ - প্রেম এবং রোমান্স।

🔥 - গরম বা চমৎকার।

💀 - হতাশা বা কৌতুক।

✅ - ঠিক আছে, চেক করা, দেখা দিয়েছে।

🤣 - প্রচন্ড হাস্যকর।

🫠 - লজ্জা বা অভিভূত।

👍- ভাল হয়েছে, ভাল কাজ, বা অনুমোদন।

😭 - অনিয়ন্ত্রিত কান্না, সম্ভবত দুঃখ বা আনন্দের কারণে।

🙏- প্রার্থনা,ধন্যবাদ

😘 - চুম্বন বা ভালবাসার একটি সাধারণ অভিব্যক্তি।

🥰 - প্রেম, স্নেহ বা প্রেমে থাকা।

😍 - প্রেম, মোহ বা আরাধনা।

😊 - ইতিবাচক, খুশি।

🎉 - অভিনন্দন।

😁 - আনন্দ, নির্বোধ, আনন্দিত বা গর্বিত।

🥺 - লজ্জিত, বা অনুনয়।

একই ইমোজি এক এক জন অন্য অর্থে ব্যবহার করে থাকেন
একই ইমোজি এক এক জন অন্য অর্থে ব্যবহার করে থাকেন

😅 - নার্ভাস বা উত্তেজনা সহ হাসিমুখ।

🤦 - হতাশ বা বিব্রত।

🤷 - উদাসিনতা বা অজানা।

🙄- হতাশা, অসম্মতি, উদাসীনতা, বিরক্তি বা একঘেয়েমি।

🤔 - চিন্তা।

👏 - করতালি।

😳 - বিস্মিত, অবিশ্বাস, উত্তেজনা বা চাটুকার।

🥳 - সেলিব্রেশন বা আনন্দ।

😎 - শান্ত বা আত্মবিশ্বাসী।

💜 - কে-পপ ব্যান্ড বিটিএস (BTS) এর রেফারেন্সে প্রায়শই ব্যবহৃত।

😔 - অনুতপ্ত, আঘাতপ্রাপ্ত, হতাশ বা একাকী।

💪- শক্তি বা ফিটনেস।

✨ - খুশি বা উদযাপন।

👀 - নজর রাখা বা ফ্লার্টিং।

😋 - মজা করা বা খাবার উপভোগ করা।

😏- দুষ্টু বা ফ্লার্টিং।

😢 - বিপর্যস্ত, বিষণ্ণ বা বেদনা।

👉 - ডানদিকে নির্দেশ ।

😡 - বিরক্ত বা রাগান্বিত।

😜 - মজা, ঠাট্টা।

🤞 - সৌভাগ্য কামনা।

 ইমোজি ভাষাগত সীমাবদ্ধতা কাটায়
 ইমোজি ভাষাগত সীমাবদ্ধতা কাটায়

🤪 -  মজার বা বোকা।

👇 - নিচের দিকে নির্দেশ করছে।

💔 -  শোক, ক্ষতি, বা আকাঙ্ক্ষা।

🤩 - মুগ্ধ বা উত্তেজিত।

🙃 - বিদ্রুপ।

😱 -  হতবাক বা ভীত।

😴 -  ক্লান্ত বা উদাস।

😐 -  নিরপেক্ষ, বিরক্ত, বা অপ্রস্তুত।।

😒 - বিরক্ত, সন্দেহপ্রবণ।

🌸 - প্রেম এবং সৌন্দর্য।

😈-  দুষ্টু, কৌতুকপূর্ণ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File