খেলাধুলা

ODI Cricket World Cup 2023 | চোট পেয়ে আপাতত বিশ্রামে হার্দিক! দলের সঙ্গে থাকতে পারবেন না ধর্মশালাতে! কোহলির শতরানে বিতর্ক!

ODI Cricket World Cup 2023 | চোট পেয়ে আপাতত বিশ্রামে হার্দিক! দলের সঙ্গে থাকতে পারবেন না ধর্মশালাতে! কোহলির শতরানে বিতর্ক!
Key Highlights

বাংলাদেশকে ৭ উইকেটে হারালেও চোটের কারণে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া থেকে আপাতত ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য। জানুন বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল-এ কোন দল কোন স্থানে রয়েছে।

ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এ দুর্দান্ত পারফর্ম করছে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India)। গতকাল বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে ম্যাচে খেলার সময় মাঠেই চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ড্য। আজ, শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড  বা বিসিসিআই (BCCI) জানিয়ে দিল, আগামী রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক পাণ্ড্য। ভারতীয় দলের সঙ্গে ধর্মশালাতে যেতে পারবেন না হার্দিক। ইতিমধ্যেই  চিকিৎসার জন্য হার্দিককে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। 

পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে বাংলাদেশের দুই ওপেনার যখন জাঁকিয়ে বসেছিলেন, হার্ডিকের হাতেই বল তুলে দিলেন রোহিত শর্মা। বাংলাদেশ ইনিংসের তখন নবম ওভারে। হার্দিকের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর দুটি বাউন্ডারি মারেন লিটন দাস। যার মধ্যে দ্বিতীয় চারটি স্ট্রেট ড্রাইভে। আর ফলো থ্রু-তে সেই শট পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। তারপরই দেখা যায় পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন হার্দিক পাণ্ড্য। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে আসেন ফিজিও। মোটা করে টেপ জড়ানো হয় হার্দিকের পায়ের চোট লাগা অংশে। কিন্তু লাভ হয় না। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয় হার্দিককে। ওভারের বাকি তিনটি বল করেন বিরাট কোহলি।

গতকাল চোট পেতে মাঠ ছাড়ার পরই স্ক্যান করতে পাঠানো  হয়। সেই স্ক্যান রিপোর্ট অনুযায়ী হার্দিককে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ফলে আগামী ২২ সে অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্বকাপ ২০২৩ টিম ইন্ডিয়া (World Cup 2023 Team India) তে খেলতে পারবেন না হার্দিক। জানা গিয়েছে,  পরের ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন হার্দিক। তবে তার আগে হার্দিক বিশ্রামে থাকাকালীন বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে থাকবেন। 

চোটের সমস্যা কেবল ওডি ওয়ার্ল্ড কাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) এর ক্ষেত্রেই নয়, ছিল বাংলাদেশ শিবিরেও। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই বিরাট ধাক্কা খেয়েছে বাংলাদেশ শিবির। খেলতে পারছেন না দলের সেরা অস্ত্র শাকিব আল হাসান (Shakib AL Hasan)। যিনি বাংলাদেশের অধিনায়কও। শাকিবের পরিবর্তে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।

উল্লেখ্য, বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জেতে ভারত। রান তাড়া করার সময় বিরাটের শতরান করতে এবং ভারতের জিততে এক সময় ২০ রান প্রয়োজন ছিল। সেই সময় নন স্ট্রাইকার লোকেশ রাহুল আর রান নিয়ে  বরং  বিরাটকে শতরানের জন্য খেলতে বলেন। প্রথমে রাজি না হলেও পরে ছক্কা মেরে শতরান করার পাশাপাশি দলকে জেতান বিরাট। তবে শুধু কেএল রাহুলই নন,  বিরাট কোহলি শতরান করুন সেটা নাকি আম্পায়ারও চাইছিলেন। সেই কারণেই ভারতের যখন ২ রান বাকি, তখন ওয়াইড দেননি আম্পায়ার রিচার্ড কেটলবরো। এমনটাই মনে করছেন হরভজন সিংহ। হরভজন এই প্রসঙ্গে বলেন, বিরাট দুর্দান্ত ব্যাট করেছে। শুধু ভারতীয় সমর্থকেরা নয়, আম্পায়ারও হয়তো ওই সময় বিরাটের শতরান দেখতে চাইছিলেন। ৪২তম ওভারে নাসুম আহমেদের প্রথম বলটি ওয়াইড না দেওয়া নিয়ে কোনও বিতর্ক হওয়া উচিত নয়। বিরাট শতরান করেছে, ভারতকে জিতিয়েছে। তাতেই সকলের খুশি হওয়া উচিত। 

গত ৫ই অক্টোবর আহমেদাবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023)। মোট ৪৮টি ম্যাচ ভারতের ১০টি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ৫০ ওভারের এই টুর্নামেন্টে ১০টি দল অংশ নিয়েছে। গ্রুপ পর্বের ৪৫টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চারটি দল সেমি-ফাইনালে যাবে, যা ১৫ই ও ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে। ১০টি দলের প্রত্যেকে বেশ কয়েকটি ম্যাচ খেলার পর শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৪৯ রানে হারানোর আগে, বাংলাদেশকে ৮ উইকেটে, প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে এবং নেদারল্যান্ডসকে ৯৯ রানে পরাজিত করে নিউজিল্যান্ড বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এ এখনও প্রথম স্থানে রয়েছে। পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর  পর গতকাল বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে রান রেট একটু কম থাকায় বিশ্বকাপ ২০২৩ পয়েন্ট টেবিল (World Cup 2023 Points Table) এর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে সাউথ আফ্রিকা, চতুর্থত পাকিস্তান, পঞ্চম স্থানে ইংল্যান্ড, ষষ্ঠ-সপ্তম-অষ্টম স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেদারল্যান্ডস। নবম রয়েছে আফগানিস্তান এবং দশম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।


Bangladesh । “টিভিতে যা দেখাচ্ছে সবই মিথ্যে, রং চড়ানো!" ভারতীয় চ্যানেল ব্যান করার দাবি করলো বাংলাদেশ
Tripura-Bangladesh | হোটেল ও ফুড আউটলেটে পরিষেবা নয়! বাংলাদেশিদের জন্য দরজা 'বন্ধ' করলো ত্রিপুরা
Uber in Dal Lake | ডাল লেকেও এবার Uber! এশিয়ায় এই প্রথম জলপথে ভ্রমণের জন্য নৌকা পরিষেবা দেবে Uber
East Bengal | 'পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ'..বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন 'ওপার বাংলার দল' ইস্টবেঙ্গল
Kolkata Metro | মার্চেই শুরু হবে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো সার্ভিস! ডিসেম্বরেই শুরু ট্রায়াল
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo