Cricket in Olympics | ১২৮ বছর পর অলিম্পিকে যুক্ত ক্রিকেট! নতুন জয়ের আশা দেখছে ভারত! আগামীকাল মুখোমুখি ভারত-পাক!
মুম্বইয়ে আয়োজিত হতে চলেছে আইওসির বৈঠক। মুম্বইয়ে এসেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ঘোষণা আইওসিরপ্রধান টমাস বাখ-র। জেনে নিন শনিবার কোথায় কখন দেখবেন ভারত বনাম পাক বিশ্বকাপ।
ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দিলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (International Olympic Committee)! দীর্ঘ সময় পর অলিম্পিকে যুক্ত হতে চলেছে ক্রিকেট! ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট (Cricket in Olympics) কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে একপ্রকার সিলমোহর দিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। দীর্ঘ ১২৮ বছর পর ফের অলিম্পিকে খেলা হবে ক্রিকেট। অর্থাৎ কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে জেতার পর এবার অলিম্পিক্সেও জেতার সুযোগ রয়েছে ভারতের কাছে।
আইওসি সূত্রের খবর, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিলমোহর দিয়েছে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেট-সহ বেসবল বা সফ্টবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাকরোসে ও স্কোয়াশ, এই পাঁচটি খেলাকে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তির ব্যাপারে সিলমোহর দিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির একজিকিউটিভ কমিটি। উল্লেখ্য, ১৪ই ও ১৫ই অক্টোবর কয়েক দশক পর মুম্বইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক আয়োজিত হতে চলেছে। যার জন্য ইতিমধ্যেই মুম্বইয়ে এসেছেন আইওসির (IOC) প্রধান টমাস বাখ। মুম্বইয়ে এসেই তিনি অলিম্পিকে ক্রিকেট (Cricket in Olympics) সহ আরও একাধিক খেলা অন্তর্ভুক্ত করার কথা জানান।
আরও পড়ুন : চোট পেয়ে আপাতত বিশ্রামে হার্দিক! দলের সঙ্গে থাকতে পারবেন না ধর্মশালাতে! কোহলির শতরানে বিতর্ক!
টমাস বাখ এদিন জানান,আইওসি কোনও দেশের সঙ্গে আলোচনা করবে না। তবে আইসিসির (ICC) সঙ্গে আলোচনা করে ঠিক করবে কীভাবে ক্রিকেটকে আরও জনপ্রিয় করা যায়। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। কটা দল অংশ নেবে সেটা এখন স্পষ্ট নয়। প্রসঙ্গত,অলিম্পিকে ক্রিকেট (Cricket in Olympics) দেখা গিয়েছিল শেষ প্যারিসে ১৯০০ সালে।২০২৪ সালে যৌথ ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। সে কারণেই অলিম্পিকের আগে পরিকাঠামো প্রস্তুত থাকছে।
কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং লস এঞ্জেলস অলিম্পিক আয়োজক কমিটির বৈঠক হয়। আয়োজকদের তরফে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার জন্য আইসিসিকে (ICC) সবুজ সংকেতও দেওয়া হয়। আয়োজনের দিক থেকে ক্রিকেট করতে তাদের যে কোনও সমস্যা নেই জানিয়ে দেওয়া হয়। এরপর অপেক্ষা ছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিলমোহরের। সেই অপেক্ষাই এদিন শেষ হলো। এই ঘটনাকে ভেষজ সুনজরে দেখছে ভারত। কারণ কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সদ্য হানঝাউ এশিয়ান গেমসে ক্রিকেটে জোড়া সোনা ভারতের ঝুলিতে। এবার ক্রিকেটে অলিম্পিক পদক জেতারও সুযোগ রয়েছে ভারতের।
অন্যদিকে, আগামীকাল, শনিবার ক্রিকেটের মহাযজ্ঞ! ওডিআই ক্রিকেট বিশ্ব কাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) এ মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচ নিয়ে প্রস্তুত আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi Stadium)। ইতিমধ্যেই দুই দলই আমেদাবাদে পৌঁছে গিয়েছে ভারত-পাক দল। দুই দলেরই ওডিআই ক্রিকেট বিশ্ব কাপ ২০২৩ (ODI Cricket World Cup 2023) শুরুটা হয়েছে জয়ের সঙ্গে। প্রথমে অস্ট্রেলিয়া ও পরে আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তান প্রথমে নেদারল্য়ান্ডস ও পরে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করেছে।
ভারত বনাম পাকিস্তান ম্য়াচটি কবে হবে?
ভারত বনাম পাকিস্তান ম্যাচ আগামীকাল, শনিবার ১৪ই অক্টোবর আয়োজিত হবে।ম্যাচটি দুপুর ২ টো থেকে হবে। ওই সময়ই ম্যাচটির টস হবে। ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। এ ছাড়া এই ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)।
ওডিআই ক্রিকেট বিশ্ব কাপ ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : ভারত-পাক ম্যাচের জন্য চলবে স্পেশ্যাল ট্রেন! ডেঙ্গু থেকে সুস্থ্য হয়েই আমদাবাদে অনুশীলনে শুভমন!
প্রসঙ্গত, ভারত-পাক ম্যাচের জন্য কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ছেয়ে ফেলা হয়েছে পুরো স্টেডিয়াম চত্ত্বর। সূত্রের খবর,প্রায় ১৫ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। পুলিশকর্মীরা ছাড়াও আগামীকালের ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন র্যাফ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ান থেকে শুরু করে হোমগার্ডও থাকবেন। মোট ৭ হাজার পুলিশকর্মী ও ৪ হাজার হোমগার্ড নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শহরের তিনটি জায়গায় মোতায়েন রাখা হবে এনএসজি জওয়ানদের। তৈরি থাকবে অ্যান্টি ড্রোন স্কোয়াড ও বম্ব স্কোয়াডের ১০টি দল। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ মর্যাদার চার জন আইপিএস আধিকারিক। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টি কোম্পানি এবং তিন কোম্পানি র্যাফ শহরের বিভিন্ন রাস্তায় থাকবে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- ভারতীয় ক্রিকেটদল
- ইংল্যান্ড ক্রিকেট লীগ
- ওডিআই বিশ্বকাপ
- ক্রিকেট বিশ্বকাপ
- ভারত
- পাকিস্তান
- অলিম্পিক
- অলিম্পিক্স
- আইসিসি
- ক্রিকেট বিশ্বকাপ ২০২৩