সেলিব্রিটি

Alia Bhatt: আলিয়ার নেটমাধ্যমে 'আরআরআর' পোস্ট মুছে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বহু পোস্ট !

Alia Bhatt: আলিয়ার নেটমাধ্যমে 'আরআরআর' পোস্ট মুছে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বহু পোস্ট !
Key Highlights

নেটমাধ্যমে 'আরআরআর' (RRR)নিয়ে করা সব পোস্ট মুছে দিয়েছেন আলিয়া ভাট। ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই শোনা গিয়েছে পরিচালক রাজামৌলীর সঙ্গে নাকি সমস্যা তৈরি হয়েছে আলিয়ার।

সিনেমামহলের অন্দরমহলে যত দিন যাচ্ছে তত সোনা যাচ্ছে পরিচালক রাজামৌলীর 'আরআরআর' ছবি যত লাভের মুখ দেখেছে মুম্বই সংবাদমাধ্যমের মতে ছবির অভিনেত্রী আলিয়া ভাটের রোষ নাকি ততই বৃদ্ধি পেয়েছে। এত বড় ছবিতে মাত্র কয়েক মিনিটের উপস্থিতি আলিয়ার। আলিয়া নাকি তা মেনে নিতে পারেননি। তাঁর অভিনীত চরিত্র 'সীতা'কে এত কম সময়ের জন্য ছবিতে ব্যবহার করেছেন পরিচালক! তাই ছবি মুক্তির আগে এবং ঠিক পরে যে প্রশংসার পোস্ট তিনি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তার সব মুছে দিয়েছেন।

আজকের দিনে দাঁড়িয়ে আমি বিভিন্ন জায়গা থেকে অনবরত শুনতে পাচ্ছি যে, আমি 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে দিয়েছি কারণ, ছবির টিমের সঙ্গে আমার কিছু সমস্যা হয়েছে। এ বার আমি প্রত্যেককে অনুরোধ করতে চাই যে, দয়া করে নিজের মন গড়া কোনও কিছু ভেবে নেবেন না। সম্পূর্ণ সত্যিটা না জেনে এমন কোনও মন্তব্য করবেন না যাতে তা ছবির ক্ষতি করে। আমি সবসময়ই ইনস্টাগ্রাম হ্যান্ডলটিকে একটু হালকা রাখতে পছন্দ করি। আমি আমার প্রোফাইল ঘিঞ্জি রাখতে পছন্দ করি না। তাই পুরনো নানা কিছু পোস্ট কিংবা ভিডিয়ো মুছে দিয়েছি।

আলিয়া ভাট

আলিয়ার এই বক্তব্য যদিও অনুরাগীদের খুব স্বাভাবিক বলে মনে হয়নি। 'আরআরআর' ছবি নিয়ে যাতে কোনও সংশয় না থাকে তাই আলিয়া এই প্রসঙ্গে জানান রাজামৌলীর সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত তাঁর জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

যদিও একটা প্রশ্ন থেকেই গিয়েছে। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে 'আরআরআর' সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে গেলেও জ্বলজ্বল করছে 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সংক্রান্ত বহু পোস্ট। কেন?


Train Ticket Cancel | এবার অনলাইনেও বাতিল করা যাবে টিকিট কাউন্টার থেকে কাটা ট্রেনের টিকিট!
Waqf Amendment Bill | লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল! এই ওয়াকফ বিল আসলে কী?
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Nirmala Sitharaman: জন্মদিনে জানুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের অজানা কাহিনী!