দক্ষিণবঙ্গের তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Sunday, April 10 2022, 11:56 am
highlightKey Highlights

বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। অবশেষে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভিজতে চলেছে।


অবশেষে দক্ষিণের কয়েকটি জেলা ভিজতে চলেছে। আবহাওয়ার পূর্বাভাস, আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়।

উত্তরের মতো কবে বৃষ্টি নামবে দক্ষিণে?‌ কী বলছেন আবহাওয়াবিদরা

গ্রীষ্মের শুরুতেই প্রচন্ড গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। এরইমধ্যে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। গত দু'দিনে বিক্ষিপ্ত বৃষ্টিতে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে উত্তরে। কিন্তু দক্ষিণে ক্রমেই বাড়ছে গরম। সেই সঙ্গে অস্বস্তি।

Trending Updates

অবশেষে এল সুখবর। এবার বৃষ্টির পদধ্বনি দক্ষিণবঙ্গেও। অবশেষে ভিজতে চলেছে দক্ষিণের বেশ কয়েকটি জেলা। আবহাওয়ার পূর্বাভাস, আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File