Bangladesh | নির্বাচনের আগেই জল্পনা পদ্মাপাড়ে, জামাত ইসলামির সঙ্গে জোট বাঁধছে এনসিপি!

Saturday, December 27 2025, 1:38 pm
Bangladesh | নির্বাচনের আগেই জল্পনা পদ্মাপাড়ে, জামাত ইসলামির সঙ্গে জোট বাঁধছে এনসিপি!
highlightKey Highlights

জামাত ইসলামির সঙ্গে মিশে যেতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতক দল এনসিপি।


পদ্মাপাড়ের বাংলাদেশে জোরকদমে চলছে নির্বাচনের কাজ। ইতিমধ্যেই দেশে ফিরেছেন খালেদা পুত্র তারেক রহমান। শক্তি বেড়েছে বিএনপির। এই পরিস্থিতিতে জল্পনা, মৌলবাদী জামাত ইসলামির সঙ্গে মিশে যেতে চলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতক দল এনসিপি। বেশ কয়েক মাস আগে নাহিদ জানিয়েছিল, এনসিপি এককভাবে নির্বাচন লড়বে। প্রথমপর্বে ১২৫টি আসনে প্রার্থীও দেয় তারা। পরে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ গঠন করার ঘোষণা করেছে নাহিদ। বর্তমানে আসনসংখ্যা নিয়ে দুই দলের মধ্যে দর কষাকষি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File