Humayun Kabir | ছাড়া পেয়েও স্বস্তি নেই হুমায়ূনের ছেলের, জামিন অযোগ্য ধারায় দায়ের মামলা হুমায়ুন ও রবীনের বিরুদ্ধে
Sunday, December 28 2025, 5:09 pm
Key Highlightsতদন্তের স্বার্থে প্রয়োজন মতো থানায় হাজির থাকার শর্তে এ দিন রাত ৯টা নাগাদ থানা থেকে ছাড়া হয় হুমায়ুন পুত্রকে।
ছুটি চেয়েছিলেন, সেই অপরাধে বাবার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে মারধর করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ ওরফে রবীন। অভিযোগ পেতেই রবিবার রবীনকে আটক করে মুর্শিদাবাদের শক্তিপুর থানার পুলিশ। থানায় হাজিরা দেওয়ার শর্তে এ দিন রাত ৯টা নাগাদ থানা থেকে ছাড়া পান হুমায়ুন পুত্র। পুলিশ সূত্রে খবর, বিধায়ক হুমায়ুন এবং তাঁর ছেলে গোলাম নবি আজাদ, দু’জনের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারা মিলিয়ে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)এ মোট ছ’টি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতিবিদ
- রাজনীতি
- হুমায়ুন কবীর
- গ্রেফতার
- পশ্চিমবঙ্গ

