S Jaishankar | রাশিয়ায় দাঁড়িয়েই ট্রাম্পকে তোপ! 'তার যুক্তিকে আমরা অত্যন্ত হতবাক' বলেন জয়শংকর!
Thursday, August 21 2025, 4:05 pm

রাশিয়ার মাটিতে দাঁড়িয়েই ট্রাম্পকে কোনওরকম রেয়াত করলেন না এস জয়শংকর।
রুশ তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার রাশিয়ার মাটিতে দাঁড়িয়েই ট্রাম্পকে কোনওরকম রেয়াত করলেন না এস জয়শংকর। ভারতের বিদেশমন্ত্রী বলেন, 'আমরা সবথেকে বেশি পরিমাণে রাশিয়ার থেকে তেল কিনি না। কেনে চিন। আমরা রাশিয়ার সবথেকে বড় LNG ক্রেতা নই, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন। ফলে আমেরিকার তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে তাতে আমরা হতবাক'। অন্যদিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারতের সঙ্গে যৌথভাবে শক্তি সংক্রান্ত প্রকল্প চালানোর জন্য মুখিয়ে আছে মস্কো।