আবহাওয়া

West Bengal Weather | 'চাতক' অপেক্ষা শেষ! প্রাক বর্ষার বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! জানুন কবে কোথায় পড়বে ঝমঝমিয়ে বৃষ্টি!

West Bengal Weather | 'চাতক' অপেক্ষা শেষ! প্রাক বর্ষার বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়! জানুন কবে কোথায় পড়বে ঝমঝমিয়ে বৃষ্টি!
Key Highlights

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার দুপুর হতেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা! এদিন বিকেলেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামতে চলেছে বলে রয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এদিন থেকেই বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বৃহস্পতিবার দুপুর হতেই ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজলো তিলোত্তমা! এদিন বিকেলেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি নামতে চলেছে বলে রয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। এদিন থেকেই বদলাতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather)। হাওয়া অফিসের পূর্বাভাস,  আগামী দু’তিন ঘণ্টার মধ্যে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের কবে কোথায় হবে বৃষ্টি?

এদিন সকাল থেকেই সব জেলায় বেশ গরম। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে গরম ও অস্বস্তি বেশি। এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ থেকে ৮৭ শতাংশ। তবে বেলা গড়াতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয় কলকাতায়। পাশাপাশি পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) অনুযায়ী, আজ, বৃহস্পতিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং তার লাগোয়া এলাকায় বজ্রপাত-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। 

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ২০ জুন থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২১ সে জুন দক্ষিণের সব জেলায় জারি থাকবে সতর্কতা। এরপর ২২ জুন ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ২৩ এবং ২৪ জুন ঝড়বৃষ্টির সতর্কতা জারি থাকতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে আগামী ২৬ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলতেই অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা আছে বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার রিপোর্ট (West Bengal Weather Report) এর খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া : 

পশ্চিমবঙ্গের আবহাওয়া (West Bengal Weather) এর খবর অনুযায়ী, বর্ষার দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে। জানা গিয়েছে, উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে আরও চার-পাঁচ দিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে। এমনকি আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পার্বত্য এলাকায় ধসও নামতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৩১ মে থেকে ইসলামপুরে আটকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে এবার তা গতি পাবে। যার ফলে উত্তরবঙ্গের বাকি এলাকা ও দক্ষিণবঙ্গে শীঘ্রই ঢুকে পড়বে বর্ষা। যদিও বা তার আগেই দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে আজ-কালের মধ্যেই। প্রসঙ্গত, ভারতে বর্ষার উপর ছড়ি ঘোরাতে আসছে লা নিনা। যার প্রভাবে তাপপ্রবাহ, খরা নাকি ঘোর দুর্যোগ ঘনাতে চলেছে।


R G Kar | মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ জুনিয়র ডাক্তারদের, প্রায় ২ ঘন্টা ধরে চললো বৈঠক, ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর
Bangladesh-US | একাধিক খাতে উন্নয়নের জন্য ছাত্র বিক্ষোভে উত্তাল বাংলাদেশকে ২০ কোটি ডলারের আর্থিক সাহায্য আমেরিকার
R G Kar | আরজিকর মামলায় জুনিয়র চিকিৎসকদের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে পারেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং
R G Kar | ‘ওসি একজন সন্দেহভাজন ‘, টালা থানার ওসিকে আদালতে পেশ করে মন্তব্য সিবিআইয়ের
Arvind Kejriwal । আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
R G Kar Case Live Update | ভিনিত গোয়েলের পদ বদলি হবে! আগামীকাল বিকেল ৪টে পর্যন্ত সময় চাওয়া হয়েছে!
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali