Submarine | প্রতিরক্ষা ক্ষেত্রে বিপ্লব, জার্মান সহায়তায় ৬ টি সাবমেরিন তৈরী করতে চলেছে ভারত!

Sunday, August 24 2025, 3:06 am
highlightKey Highlights

প্রতিরক্ষামন্ত্রক জার্মান সংস্থা থাইসেনরুপ মেরিন সিস্টেমের সঙ্গে অংশীদারিত্বে ৬ সাবমেরিন তৈরির জন্য রাষ্ট্রায়ত্ত এমডিএলকে বেছে নেয়।


এবার নৌবাহিনীতে বড়োসড়ো বিপ্লব ঘটাতে চলেছে ভারত। জার্মানির সঙ্গে যৌথ উদ্যোগে প্রজেক্ট ৭৫ ইন্ডিয়ার অধীনে ৬ টি সাবমেরিন নির্মাণ করবেভারতীয় নৌবাহিনী। যাতে থাকবে ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (AIP) সিস্টেম। এই প্রকল্পে আনুমানিক ৭০ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে।প্রকল্পে গুরুত্বপূণ ভূমিকা পালন করবে বেসরকারি সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো এবং সাবমেরিন বিল্ডিং সেন্টার। এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রক ও মাজাগন ডকইয়ার্ডস লিমিটেডকে (MDL) জার্মানির সঙ্গে অংশিদারিত্বে সাবমেরিন তৈরির বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File