Cristiano Ronaldo | বিশ্বরেকর্ড করলেও নিজের ক্লাব আল নাসেরকে প্রথম ট্রফি দিতে পারলেন না সিআর সেভেন!
Sunday, August 24 2025, 6:30 am

শনিবার ব্যক্তিগতভাবে ফুটবলের ইতিহাসে নাম লেখালেও সৌদির ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বপ্নপূরণ হল না রোনাল্ডোর।
শনিবার হংকং স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। এদিনকার ম্যাচে ৪১ মিনিটে পেনাল্টি ফলে সৌদির ক্লাবের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বপ্নপুরণ হল না রোনাল্ডোর। এই নিয়ে তিন ফাইনালে হারলেন তিনি। স্পট থেকে আল নাসেরের জার্সিতে নিজের শততম গোল করেন ক্রিশ্চিয়ানো। যদিও ৩:৫ গোলে হেরে গেলো আল নাসের। রোনাল্ডোর গোল সত্ত্বেও আল আহলির বিরুদ্ধে সৌদি সুপার কাপের ফাইনালে পরাস্ত হতে হল আল নাসেরকে। এই নিয়ে তিনবার ফাইনালে উঠেও পরাস্ত হলো আল নাসের।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিস্টিয়ানো রোনাল্ডো
- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল লেজেন্ড
- সৌদি আরব