Yoga | জাতীয় যোগা প্রতিযোগিতায় বাংলার সাফল্য, সোনা, ব্রোঞ্জ-সহ এলো একাধিক পদক!
Thursday, August 21 2025, 3:34 pm

বিশ্ব ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগায় সাব জুনিয়র বিভাগে শ্রীতমা বিশ্বাস, সিনিয়র বিভাগে প্রণতি বর্মনের পাশাপাশি সাফল্য আনলেন বাংলার একাধিক ক্রীড়াবিদ।
সাফল্যের পালক বাংলার মুকুটে। বিশ্ব ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগায় সাব জুনিয়র বিভাগে শ্রীতমা বিশ্বাস, সিনিয়র বিভাগে প্রণতি বর্মনের পাশাপাশি সাফল্য আনলেন বাংলার একাধিক ক্রীড়াবিদ। এরপর তাদের লক্ষ্য মালয়েশিয়া। কেরালার রাজীব গান্ধী ইন্দোর স্টেডিয়ামে আয়োজিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন্যাশানাল যোগা স্পোর্টসের সাব জুনিয়র বিভাগে সোনা ও ব্রোঞ্জ জেতে কৃষ্ণনগরের বাসিন্দা শ্রীতমা। সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ট্রফি জেতেন প্রণতি বর্মন। এছাড়া বাংলার অন্য প্রতিযোগীরাও বিভিন্ন বিভাগে পদক জেতেন।
- Related topics -
- খেলাধুলা
- অন্য খেলা
- যোগাভ্যাস
- যোগাসন
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নদীয়া
- সাফল্যের কাহিনী