West Bengal Weather News | নভেম্বরের শুরুতেই বাড়বে তাপমাত্রার পারদ! বৃষ্টির পূর্বাভাস বেশ কয়েক জেলায়!
পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, ফের বদলাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া। নভেম্বর মাসের শুরুতেই ফের বাড়তে চলেছে তাপমাত্রা। রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে মেঘ কাটলেই জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বঙ্গে।
পুজো মিটতেই বাতাসে হিমেল ভাব। হঠাৎ করেই বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। সকাল-বিকেল-রাত বেশ শীত শীত অনুভব হচ্ছে। বঙ্গের এরূপ আবহাওয়া বদল দেখে সকলেরই আশা, দু এক দিনের মধ্যেই ঝপ করে কমবে তাপমাত্রার পারদ। তবে এমনটা এখুনি বলে পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News)। হাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের শুরুতে ফের বাড়তে চলেছে তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, ফের বদল হতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া (Weather of West Bengal)। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) আপডেট অনুযায়ী, ১লা নভেম্বর থেকেই ২থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রার পারদ। মাসের প্রথম তিন থেকে চার দিন দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পাশাপাশি আগামী বেশ কিছুদিন হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করতে পারে। পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) বলছে, আপাতত বৃষ্টিপাতের সেভাবে কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। রাতের তাপমাত্রা অনেকটা কমতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন : শীতের শুরুতেই শরীর চলছে না? সকালে এই যোগাসন করলেই সারাদিন থাকবেন তেজোময়! কমবে শরীরের ব্যথাও!
তবে দক্ষিণা বাতাসের দিন শেষ বলেই জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ আবহাওয়া রিপোর্ট (West Bengal Weather Report) থেকে। এবার ধীরে ধীরে রাজ্যে প্রভাব বিস্তার করতে চলেছে উত্তর-পশ্চিম ও উত্তুরে হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে উত্তুরে হাওয়া প্রবেশ করবে জেলায় জেলায়। নভেম্বরের প্রথম দিকে তাপমাত্রা বৃদ্ধি পেলেও তারপর থেকে ফের কমবে পারদ, জাকিয়ে পড়বে ঠান্ডা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা খুবই কম। তবে বুধবার থেকেই ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ। পশ্চিমবঙ্গ আবহাওয়া (West Bengal Weather) শুষ্কই থাকবে।
আজ, ৩১ সে অক্টোবর, মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৩ থেকে ৪ দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে। এরই মধ্যে শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সেদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও বৃষ্টি হবে এই জেলাগুলিতে। উত্তর-পূর্ব দিক থেকে আর্দ্র বাতাস প্রবেশ করছে রাজ্যে। মেঘ সরলে শীতের আমেজ বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে, শহর কলকাতার আকাশ কখনও আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। তাপামাত্রাও উল্লেখযোগ্যভাবে কমতে পারে শহরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোরম থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কম থাকবে।
দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পারদ উর্ধমুখী।পাশাপাশি, ধীরে ধীরে উত্তরবঙ্গেও আধিপত্য দেখাবে শীত। ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমবঙ্গ আবহাওয়ার খবর (West Bengal Weather News) অনুযায়ী, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ১লা নভেম্বর পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ২ তারিখ উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা - দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
কেবল বঙ্গের আবহাওয়াই বদল নয়, বদল হচ্ছে গোটা ভারতের আবহাওয়ায়। দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলার মতো দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে কেরালা, তামিলনাডু, মাহে, পণ্ডিচেরিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন কেরালা, তামিলনাডু এবং মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।