Kolkata Metro | রোববার টালিগঞ্জ থেকে চলবেনা মেট্রো! ভোগান্তি ব্লু লাইনের যাত্রীদের
Thursday, August 28 2025, 2:05 pm
Key Highlightsআগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
মেট্রো ভোগান্তি অব্যাহত। কলকাতা মেট্রোর তরফে বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, শহিদ ক্ষুদিরাম স্টেশনে ৩০ আগস্ট, শনিবার রাত ১১টা থেকে ৩১ আগস্ট, রবিবার বেলা ৩টে পর্যন্ত কাজ চলবে। এর জেরে আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। বিকেল ৪টের পর স্বাভাবিক হবে পরিষেবা। তবে বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন বোর্ডের পরীক্ষার জন্যে ঐদিন বিশেষ মেট্রো চালানো হবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা মেট্রো
- মেট্রো পরিষেবা
- শিয়ালদহ মেট্রো
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ

