Indian Envoy | 'যেখানে সবচেয়ে কম দামে মিলবে সেখান থেকেই তেল কিনবে ভারত', স্পষ্ট জানালেন ভারতীয় রাষ্ট্রদূত!
Monday, August 25 2025, 6:01 am

রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট বললেন, বিশ্ব বাজারে যেখানে সবচেয়ে কম দামে তেল মিলবে সেখান থেকেই কিনবে ভারতীয় সংস্থাগুলি!
রুশ তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে আমেরিকা। এরপরই দুই দেশের মধ্যে শুরু হয়েছে ঠোকাঠুকি। এই আবহে রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার স্পষ্ট বললেন, বিশ্ব বাজারে যেখানে সবচেয়ে কম দামে তেল মিলবে সেখান থেকেই কিনবে ভারতীয় সংস্থাগুলি! সম্প্রতি এক রুশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারত নিজের দেশের জনগণের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। আমেরিকার তরফে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছে তা সম্পূর্ণ অনুচিত ও অন্যায়। ভারতীয় তেল সংস্থাগুলি যেখানে সস্তা পাচ্ছে সেখান থেকেই কিনবে।”