আবহাওয়া

সপ্তাহ শেষে বাংলার আবহাওয়া বড় পরিবর্তন ঘটতে পারে সপ্তাহন্তে! একনজরে জানুন জেলাগুলির আবহাওয়া কেমন থাকছে

সপ্তাহ শেষে বাংলার আবহাওয়া বড় পরিবর্তন ঘটতে পারে সপ্তাহন্তে! একনজরে জানুন জেলাগুলির আবহাওয়া কেমন থাকছে
Key Highlights

ফের স্বাভাবিকের থেকে নিম্নমুখী তিলোত্তমার তাপমাত্রা। তবে বেলা যত বাড়ছে তত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা নিম্নচাপে পরিণত হতে চলেছে। নিম্নচাপের প্রভাব কেটে গেলেই আবহাওয়ার পরিবর্তন হবে।

উত্তরবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় আরও কমতে পারে, জেনে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সপ্তাহের শেষে তাপমাত্রা খানিকটা কমবে। আর সামনের সপ্তাহের শুরুতে শীতের আমেজ বাড়বে। এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১১ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনওরকম বৃষ্টির পৃর্বাভাস নেই। প্রথম দিন তিনেক রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১১ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে প্রথম তিন দিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়ায় পর্যন্ত হ্রাস পেতে পারে।

এদিন বিকেলে পরবর্তী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েক দিনের মতো আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

বাংলায় শীত আসতে এখন বেশ কিছুটা দেরি। তবে এই মুহূর্তে ভোর কিংবা সন্ধেয় তাপমাত্রা হ্রাস টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিছুটা কমবে। সামনের সপ্তাহের শুরুতে কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার হ্রাস একটু বেশি অনুভূত হবে।