এসএসসিতে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ! রিপোর্টে অভিযুক্ত ৮ কর্তা, বুধবার রায় দেবে হাইকোর্ট

Friday, May 13 2022, 11:26 am
এসএসসিতে ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ! রিপোর্টে অভিযুক্ত ৮ কর্তা, বুধবার রায় দেবে হাইকোর্ট
highlightKey Highlights

প্রায় একমাস পর কলকাতা হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শিক্ষক নিয়োগ মামলার শুনানি হল।


এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি শুরু হল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। শুনানিতেই বিচারপতি আরকে বাগের কমিটি গ্রুপ সি নিয়োগে দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা। এর আগে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ ডি, গ্রুপ সি কর্মী নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় একক বেঞ্চ। 

বাগ কমিটির পক্ষ থেকে পেশ করা হল অভিযুক্তদের নামের তালিকা

এফআইআর করার সুপারিশ করা হয়েছে নিম্নলিখিত ব্যক্তিদের বিরুদ্ধে:

Trending Updates
  1. সৌমিত্র সরকার 
  2. অশোক কুমার সাহা 
  3. কল্যাণময় গঙ্গোপাধ্যায়
  4. শান্তিপ্রসাদ সিনহা
  5. সমরজিৎ আচার্য 

এই ভুয়ো নিয়োগের গণ্ডগোলে তৎকালীন এসএসসি কর্তারা কোনও না কোনও ভাবে সবাই জড়িত বলে দাবি করল বাগ কমিটি।

প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটি ডিভিশন বেঞ্চ স্কুলে গ্ৰুপ-সি কর্মী নিয়োগ মামলায় রিপোর্ট পেশ করল। বাগ কমিটির আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায় আদালতকে জানান, "মোট ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। বাকিরা পাশ করেনি। প্যানেলের মেয়াদ শেষ হয় ২০১৯ সালের মে মাসে। ভুয়ো নিয়োগ করা হয়েছে সল্টলেকের আনন্দলোক হাসপাতালের কাছে নতুন ভবন থেকে।"




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File