ট্যাক্সেশন ট্রাইবুনালে নিয়োগের দায়িত্ব থেকেও রাজ্যপালকে সরিয়ে দিতে তৎপর হলো নবান্ন
Key Highlightsট্যাক্সেশন ট্রাইবুনালে নিয়োগের দায়িত্ব রাজ্যপালের হাত থেকে এ বার নিজেদের হাতে নিতে চায় রাজ্য। সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল আনা হবে।
ফের রাজভবন-নবান্ন সঙ্ঘাতের আবহ তৈরি হচ্ছে বিধানসভায়। সোমবার বাদল অধিবেশনে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হতে পারেন বিধানসভায়। আর সেই দিনই পেশ হতে পারে ‘পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইবুনাল (সংশোধনী) বিল ২০২২’।
১২ মে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা করে এই পদে প্রাক্তন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীকে নিয়োগের নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। সম্প্রতি এই বিষয়ে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা ঘোষণা করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন এই বিলটি আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
১২ মে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে আলোচনা করে এই পদে প্রাক্তন বিচারপতি সম্বুদ্ধ চক্রবর্তীকে নিয়োগের নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে। সম্প্রতি এই বিষয়ে অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের কথা ঘোষণা করে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন এই বিলটি আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- রাজ্যপাল
- ট্যাক্সেশন ট্রাইবুনাল








