খেলাধুলা

Wimbledon | ঐতিহ্যশালী উইম্বলডন টেনিসের গুরুত্বপূর্ণ দায়িত্বে বঙ্গসন্তানরা!

Wimbledon | ঐতিহ্যশালী উইম্বলডন টেনিসের গুরুত্বপূর্ণ দায়িত্বে বঙ্গসন্তানরা!
Key Highlights

উইম্বলডন (Wimbledon 2024)-এর আসরে বাঙালি প্লেয়ার না থাকলেও থাকবেন চার নিখাদ বঙ্গসন্তান। শ্রীরামপুরের সৈকত রায়, সোমনাথ মান্না, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং বালির অভিষেক মুখোপাধ্যায়। চারজনই পেশাদার টেনিস অফিশিয়াল। কেউ কাজ করেন লাইন জাজ হিসাবে। কেউ আবার থাকেন হক আই সামলানোর দায়িত্বে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম সহ অন্যান্য টেনিস প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন এই চারজন। এবছরও উইম্বলডনে যাবেন তাঁরা।

 উইম্বলডন (Wimbledon 2024)-এর আসরে  বাঙালি প্লেয়ার না থাকলেও থাকবেন চার নিখাদ বঙ্গসন্তান। শ্রীরামপুরের সৈকত রায়, সোমনাথ মান্না, শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং বালির অভিষেক মুখোপাধ্যায়। চারজনই পেশাদার টেনিস অফিশিয়াল। কেউ কাজ করেন লাইন জাজ হিসাবে। কেউ আবার থাকেন হক আই সামলানোর দায়িত্বে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন গ্র্যান্ড স্ল্যাম সহ অন্যান্য টেনিস প্রতিযোগিতায় যোগ দিচ্ছেন এই চারজন। এবছরও উইম্বলডনে যাবেন তাঁরা।

উত্তরপাড়ার সৈকত দায়িত্ব সামলান লাইন জাজ হিসাবে। ২৫ বছর আগে ১৯৯৯ সালে পেশাদার অফিশিয়াল হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। ২০১০ থেকে প্রতিবছর উইম্বলডনে যাচ্ছেন ম্যাচ অফিশিয়াল হয়ে। অন্যদিকে, ২০১১ সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পান শ্রীরামপুর নগার বাসিন্দা সোমনাথ মান্না। তিনিও ২০ তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। 

উল্লেখ্য, এই বছর উইম্বলডন শুরু হবে ১ জুলাই। গোটা বিশ্বের নজর থাকবে প্রতিযোগিতায়। টেনিস অনুরাগীদের কাছে এই গ্র্যান্ড স্লাম ইভেন্ট খুবই জনপ্রিয়। তারকা প্লেয়াররাও মুখিয়ে থাকেন এই টুর্নামেন্টে নামার জন্য। নোভাক জকোভিচ, কার্লোস আলকারাস, আরিয়ানা সাবালেঙ্কা, ইগা স্বোয়াতেকদের মতো তারকাদের পাশাপাশি অনেক উঠতি প্রতিভাকেও দেখা যাবে। আর সেই টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ পরিচালনার সঙ্গে যুক্ত থাকবেন শ্রীরামপুরের দুই বাঙালি সৈকত ও সোমনাথ।


Chief Justice of India | ভারতের পরবর্তী প্রধান বিচারপতি পদে বসছেন বিচারপতি গাভাইয়ের যোগ্য উত্তরসূরী সূর্য কান্ত!
Weather Update | 'মান্থা’র ল্যান্ডফলের প্রভাব, বৃষ্টির কবলে কলকাতা, একনজরে মহানগরের আজকের আবহাওয়া আপডেট
Election Commission | ভোটার তালিকার সমস্যা সমাধানে ফোন করলেই পাবেন BLO-কে! হেল্পলাইন নম্বর চালু নির্বাচন কমিশনের
Delhi | কলেজের রাস্তায় ছাত্রীর ওপর অ্যাসিড হামলা! শোরগোল দিল্লি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে
HIV Infection | থ্যালাসেমিয়ার চিকিৎসায় রক্ত নিতে এসে HIV সংক্রমিত হলো পাঁচ শিশু! ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে তোলপাড়
Breaking News | সিগন্যালিংয়ের কাজের জন্যে ১২টি ট্রেন বাতিল হাওড়া শাখায়, দেখে নিন তালিকা
বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জীবনী, Masterda Surya Sen Biography in Bengali