WB Teacher: সরকারি স্কুলের শিক্ষকরা গৃহশিক্ষকতা বা কোচিংয়ে পড়াতে পারবেন না!
রাজ্যের শিক্ষা দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, সরকারি স্কুলের শিক্ষকরা আর গৃহশিক্ষকতা করতে পারবেন না, কোনও কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না।
রাজ্যের শিক্ষা দফতর থেকে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্যের সকল সরকারী বিদ্যালয়ের সরকারি স্কুলের শিক্ষকরা আর টিউশন পড়াতে পারবেন না। এই নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র গৃহশিক্ষকতাই নয়, কোনও ধরনের কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা।
সম্প্রতি অভিযোগ উঠেছিল, সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বিভিন্ন জেলাতে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াচ্ছিলেন মোটা টাকার বিনিময়ে, অভিযোগ উঠেছিল এমনটাই। সেদিক থেকে এই নির্দেশিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই এই নির্দেশ রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 'রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কমপালসারি এডুকেশন অ্যাক্ট, ২০০৯' সালের ২৮ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুয়ায়ী, সরকারি সমস্ত স্কুল, মডেল স্কুল, এনআইজিএসগলির শিক্ষকরা আর প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না।
জেলায় শিক্ষকদের অভাব রয়েছে। তাই অনেকেই রীতিমতো টিউশনের জন্য সাধাসাধি করে থাকে। সেক্ষেত্রে তাদের নিষেধ করা সম্ভব হয় না। নামমাত্র অর্থ নিয়ে গৃহশিক্ষকতা করেন অনেকেই।
অতীতেও সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ করার জন্য উদ্যোগী হয়েছিল রাজ্য সরকার। এখন প্রশ্ন উঠছে এই নির্দেশ দেওয়ার পরে কি গৃহশিক্ষকতা বন্ধ করা সম্ভব হবে?
ঠিক কী বলা হয়েছে এই নির্দেশিকায়?
শিক্ষা দফতর ২৭ জুন এই নির্দেশিকা দিয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী-
- সরকারি স্কুলে কর্মরত শিক্ষিক-শিক্ষিকারা গৃহশিক্ষকতা করতে পারবেন না।
- কোনও ধরনের কোচিং সেন্টারের সঙ্গেও তাঁরা যুক্ত থাকতে পারবেন না।
- বিনামূল্যেও টিউশন দেওয়া যাবে না।
- Related topics -
- রাজ্য
- শিক্ষা
- লাইফস্টাইল
- শিক্ষা প্রতিষ্ঠান
- শিক্ষা ব্যবস্থা
- সরকারি কর্মচারী
- সরকারি স্কুল
- শিক্ষিকা