Election Commission | বাংলার ১২টা রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করলো নির্বাচন কমিশন!
Tuesday, August 12 2025, 2:15 pm

এই দলগুলি গত ৬ বছর ভোটে লড়েনি, ফলে তাদের কোনও অস্তিত্ব নেই বলে জানিয়েছে কমিশন।
বাংলার ১২টা রাজনৈতিক দলকে বাতিল ঘোষণা করলো নির্বাচন কমিশন। এই দলগুলি গত ৬ বছর ভোটে লড়েনি, ফলে তাদের কোনও অস্তিত্ব নেই বলে জানিয়েছে কমিশন। তালিকায় রয়েছে: আম্বেদকরবাদী পার্টি, গ্লোবাল পিপল পিস পার্টি, গোরখা ন্য়াশনাল লিবারেশন ফ্রন্ট, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, মাই হি ভারত, ন্যাশনাল কনফেডেরেসি অফ ইন্ডিয়া,ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস পার্টি, নির্যাতিতা সমাজ বিপ্লবী পার্টি,পার্বত্য প্রজাতান্ত্রিক পার্টি,পশ্চিমবঙ্গ রাজ্য মুসলিম লীগ, Right Party of India, The Religion of Man Revolving Political Party of India।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- নির্বাচন কমিশন