রামপুরহাট কাণ্ড নিয়ে আজ প্রধানমন্ত্রী মোদীর দরবারে হাজির বঙ্গের বিজেপি সাংসদরা

Thursday, March 31 2022, 1:51 pm
highlightKey Highlights

রামপুরহাট কাণ্ড নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে সরাসরি হাজির হলেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা। তাঁরা প্রধানমন্ত্রী কাছে এই ঘটনার রিপোর্ট পেশ করবেন


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সরাসরি রিপোর্ট পেশ করবেন বিজেপি সাংসদরা। এর আগে বিজেপির প্রতিনিধি দল জেপি নাড্ডার কাছেও রিপোর্ট দিয়েছে । এই রিপোর্টে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরবারে বঙ্গের বিজেপি সাংসদরা

গতকাল জেপি নাড্ডার সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল বঙ্গের বিজেপি সাংসদদের। কিন্তু গতকাল প্রধানমন্ত্রী তাদের সময় দিতে পারেননি। তাই আজ অর্থাৎ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সাংসদদের সময় দিয়েছেন তিনি। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েই তাঁরা দেখা করবেন। সেখানে তাঁদের বঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার কথা।

অন্যদিকে বগটুই হত্যাকাণ্ডের পর বঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছেন বিজেপি নেতারা। প্রধানমন্ত্রীর কাছে পেশ করা রিপোর্টে তাঁরা উল্লেখ করেছেন অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই ঘটনা ঘটেছে বলে। সেই সঙ্গে বঙ্গে আইনশৃঙ্খলার কোনও শাসন নেই বলেও এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তাতেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File