আবহাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার আগমন, বুধবার হতে পারে বৃষ্টি, এমনটাই জানাল হাওয়া অফিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার আগমন, বুধবার হতে পারে বৃষ্টি, এমনটাই জানাল হাওয়া অফিস
Key Highlights

বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

মহানগর কলকাতার আকাশে মেঘের ঘনঘটা। মাঝে-মধ্যে দু-এক ফোঁটা বৃষ্টিও হচ্ছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীরা এই অসহনীয় গরম থেকে কিছুটা স্বস্তিতে রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বর্ষার প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে পা রাখবে বর্ষা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টা পর তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি করে কমতে পারে।

অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মঙ্গলবার রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়।