WhatsApp : হোয়াটসঅ্যাপে এক মাসে নিষিদ্ধ হল ১৬ লক্ষ অ্যাকাউন্ট!

Thursday, June 2 2022, 8:15 am
highlightKey Highlights

নয়া তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করে ১৬ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে।


২০২১ সালে প্রদত্ত হওয়া তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যদি আইন সঠিকভাবে না মেনে চলে তবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে ভারতীয় সাইবার সংস্থা। নিয়ম বিরুদ্ধ কাজের জন্য কেবল ২০২১ সালের ১লা এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে ১৬ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তথ্যপ্রযুক্তি আইন মেনে চলার প্রসঙ্গে এমনটাই জানানো হয়েছে মেটা কর্তৃপক্ষের তরফ থেকে।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্রের দাবি, তাঁরা নেটমাধ্যমে ঘটে চলা বিভিন্ন ধরনের নিগ্রহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবচেয়ে তৎপর। হোয়াটসঅ্যাপকে সুরক্ষিত রাখতে তাঁরা দীর্ঘ দিন ধরেই এই ধরনের দুর্বৃত্তি আটকাতে অত্যাধুনিক প্রযুক্তি, কৃত্রিম মেধা ও বিজ্ঞানীদের উপর বিনিয়োগ করে আসছেন।

Trending Updates

শুধু নিগ্রহ নয়, ভুল ও মিথ্যে খবর প্রচার করা, অসমর্থিত সূত্র থেকে আসা কোনও বার্তা বা ছবি একাধিক মানুষকে পাঠানোক জন্যেও ব্যান করা হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। বিশেষ করে যে ধরনের বার্তাগুলি অসংখ্যবার ফরোয়ার্ড করা হয়েছে, সেগুলি অধিকাংশ ক্ষেত্রেই মিথ্যা হওয়ার আশঙ্কা বেশি থাকে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। সাধারণত হোয়াটসঅ্যাপের নির্দেশাবলী অমান্য করলে সেই সব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File